আন্তর্জাতিক সংস্থায় চাকরি, বেতন ৬২ হাজার

মডেল: রিয়াদছবি: খালেদ সরকার

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা গুড নেইবারস বাংলাদেশে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি কক্সবাজারে একটি প্রকল্পে টেকনিক্যাল কো-অর্ডিনেটর (সিভিল ইঞ্জিনিয়ার) পদে পুরুষ কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরম পূরণ করে ই-মেইলে পাঠাতে হবে।

আরও পড়ুন

পদের নাম: টেকনিক্যাল কো-অর্ডিনেটর (সিভিল ইঞ্জিনিয়ার)
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি/ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। জাতীয় বা আন্তর্জাতিক কোনো সংস্থায় অন্তত দুই বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। বিশেষ করে সেক্সুয়াল অ্যান্ড রিপ্রোডাকটিভ হেলথ/বাস্তুচ্যুত মানুষের জন্য জেন্ডারভিত্তিক কোনো প্রকল্পে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। সাংগঠনিক দক্ষতাসহ সমস্যা সমাধানের সক্ষমতা থাকতে হবে। রোহিঙ্গা/চট্টগ্রামের ভাষায় যোগাযোগের সক্ষমতা থাকতে হবে।
বয়স: ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখে সর্বোচ্চ ৪০ বছর
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মস্থল: ক্যাম্প ১৫ উখিয়া, কক্সবাজার
বেতন: মাসিক বেতন ৬২,১৬০ টাকা (আলোচনা সাপেক্ষে)

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের গুড নেইবারসের ওয়েবসাইটের এই লিংক থেকে নির্ধারিত আবেদন ফরম ডাউনলোডের পর পূরণ করে তা ঠিকানায় ই-মেইল করতে হবে। ই-মেইলের সাবজেক্টে পদের নাম উল্লেখ করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

আবেদনের শেষ সময়: ২৩ জানুয়ারি ২০২৫।

আরও পড়ুন
আরও পড়ুন