ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসে চাকরি, পদ ৯৫

মডেল: রিয়াদ ও রূপাছবি: খালেদ সরকার

বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক পরিচালিত ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস (ডিইডব্লিউ) লিমিটেড, সোনাকান্দা, নারায়ণগঞ্জের বিভিন্ন বিভাগে চলমান প্রজেক্টের অধীন একাধিক জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই প্রতিষ্ঠানে ১৫ ক্যাটাগরির পদে ৯৫ জনকে চুক্তিভিত্তিক/দৈনিক ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের সরাসরি বা ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে।

  • ১. পদের নাম: উপসহকারী প্রকৌশলী (মেকানিক্যাল)
    পদসংখ্যা:
    যোগ্যতা: সরকারি অথবা সরকার অনুমোদিত যেকোনো পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা ইন মেকানিক্যাল পাস হতে হবে। ন্যূনতম চার বছরের কোর্স। দেশি অথবা বিদেশি শিপইয়ার্ডে দুই বছর কাজের বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে।
    বয়স: ১৬ মে ২০২৪ তারিখে অনূর্ধ্ব ৩০ বছর। বিশেষ অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে শিথিলযোগ্য।
    চাকরির ধরন: চুক্তিভিত্তিক
    বেতন: চুক্তিভিত্তিক বেতন কাঠামো অনুযায়ী

  • ২. পদের নাম: সহকারী প্রজেক্ট অফিসার
    পদসংখ্যা:
    যোগ্যতা: এইচএসসি পাস। বাংলাদেশ নৌবাহিনীর অর্ডিন্যান্স শাখার অভিজ্ঞ অবসরপ্রাপ্ত জেসিও পদবির প্রার্থী।
    বয়স: ১৬ মে ২০২৪ তারিখে অনূর্ধ্ব ৩০ বছর। বিশেষ অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে শিথিলযোগ্য।
    চাকরির ধরন: চুক্তিভিত্তিক
    বেতন: চুক্তিভিত্তিক বেতন কাঠামো অনুযায়ী

  • ৩. পদের নাম: প্রজেক্ট সহকারী (সিভিল/মেকানিক্যাল)
    পদসংখ্যা:
    যোগ্যতা: সরকারি অথবা সরকার অনুমোদিত যেকোনো পলিটেকনিক ইনস্টিটিউট হতে ডিপ্লোমা ইন মেকানিক্যাল/ সিভিল পাস হতে হবে। বিশেষ অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
    বয়স: ১৬ মে ২০২৪ তারিখে অনূর্ধ্ব ৩০ বছর। বিশেষ অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে শিথিলযোগ্য।
    চাকরির ধরন: দৈনিকভিত্তিক
    বেতন: দৈনিকভিত্তিক বেতন কাঠামো অনুযায়ী

আরও পড়ুন
  • ৪. পদের নাম: সুপারভাইজার
    পদসংখ্যা:
    যোগ্যতা: সরকারি অথবা সরকার অনুমোদিত যেকোনো প্রতিষ্ঠান থেকে ট্রেড কোর্স (শিপ ফেব্রিকেশন/শিপবিল্ডিং ওয়েল্ডিং/ মেকানিক্যাল) পাস হতে হবে। দেশি অথবা বিদেশি শিপইয়ার্ডে ন্যূনতম পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে।
    বয়স: ১৬ মে ২০২৪ তারিখে অনূর্ধ্ব ৩০ বছর। বিশেষ অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে শিথিলযোগ্য।
    চাকরির ধরন: চুক্তিভিত্তিক
    বেতন: চুক্তিভিত্তিক বেতন কাঠামো অনুযায়ী

  • ৫. পদের নাম: যানবাহন চালক (এমটিডি)
    পদসংখ্যা:
    যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস। যানবাহন চালনায় পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন এবং হেভি/ মিডিয়াম লাইসেন্সধারী হতে হবে।
    বয়স: ১৬ মে ২০২৪ তারিখে অনূর্ধ্ব ৩০ বছর। বিশেষ অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে শিথিলযোগ্য।
    চাকরির ধরন: চুক্তিভিত্তিক
    বেতন: চুক্তিভিত্তিক বেতন কাঠামো অনুযায়ী

  • ৬. পদের নাম: নিম্নমান করণিক কাম কম্পিউটার অপারেটর (এলডিসি)
    পদসংখ্যা:
    যোগ্যতা: সরকার অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এইচএসসি পাস। কম্পিউটার পরিচালনায় পারদর্শিতা থাকতে হবে। অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিকে অগ্রাধিকার দেওয়া হবে। টাইপিং স্পিড বাংলায় প্রতি মিনিটে কমপক্ষে ২৫ ও ইংরেজিতে কমপক্ষে ৩৫ শব্দ হতে হবে।
    বয়স: ১৬ মে ২০২৪ তারিখে অনূর্ধ্ব ৩০ বছর। বিশেষ অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে শিথিলযোগ্য।
    চাকরির ধরন: দৈনিকভিত্তিক
    বেতন: দৈনিকভিত্তিক বেতন কাঠামো অনুযায়ী

  • ৭. পদের নাম: নিরাপত্তাপ্রহরী
    পদসংখ্যা:
    যোগ্যতা: এসএসসি/ সমমান পাস অথবা সশস্ত্র বাহিনী, পুলিশ, বিজিবি, আনসারে চাকরির অভিজ্ঞতাসহ অষ্টম শ্রেণি পাস হতে হবে। সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থা থেকে মৌলিক প্রশিক্ষণ গ্রহণকারী এবং সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থী অগ্রগণ্য। সুস্থ, সবল ও সুঠাম দেহের অধিকারী অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
    বয়স: ১৬ মে ২০২৪ তারিখে অনূর্ধ্ব ৩০ বছর। বিশেষ অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে শিথিলযোগ্য।
    চাকরির ধরন: চুক্তিভিত্তিক
    বেতন: চুক্তিভিত্তিক বেতন কাঠামো অনুযায়ী

আরও পড়ুন
  • ৮. পদের নাম: ফায়ারম্যান
    পদসংখ্যা:
    যোগ্যতা: এসএসসি/ সমমান পাস অথবা সশস্ত্র বাহিনী, পুলিশ, বিজিবি, আনসারে চাকরির অভিজ্ঞতাসহ অষ্টম শ্রেণি পাস হতে হবে। সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থা থেকে মৌলিক প্রশিক্ষণ গ্রহণকারী এবং সংশ্লিষ্ট কাজে তিন বছর অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তি অগ্রগণ্য। সুস্থ, সবল ও সুঠাম দেহের অধিকারী অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
    বয়স: ১৬ মে ২০২৪ তারিখে অনূর্ধ্ব ৩০ বছর। বিশেষ অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে শিথিলযোগ্য।
    চাকরির ধরন: চুক্তিভিত্তিক
    বেতন: চুক্তিভিত্তিক বেতন কাঠামো অনুযায়ী

  • ৯. পদের নাম: কুক
    পদসংখ্যা:
    যোগ্যতা: এসএসসি/ সমমান পাস। রন্ধন কাজে তিন বছর অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তি অগ্রগণ্য।
    বয়স: ১৬ মে ২০২৪ তারিখে অনূর্ধ্ব ৩০ বছর। বিশেষ অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে শিথিলযোগ্য।
    চাকরির ধরন: চুক্তিভিত্তিক
    বেতন: চুক্তিভিত্তিক বেতন কাঠামো অনুযায়ী

  • ১০. পদের নাম: শ্রমিক (ওয়েল্ডার)
    পদসংখ্যা: ৩০
    যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস। দেশি অথবা বিদেশি শিপইয়ার্ডে সংশ্লিষ্ট কাজে ন্যূনতম দুই থেকে তিন বছরের বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন। এলআর/বিভি ক্লাস সার্টিফিকেটধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
    বয়স: ১৬ মে ২০২৪ তারিখে অনূর্ধ্ব ২০ বছর। বিশেষ অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে শিথিলযোগ্য।
    চাকরির ধরন: দৈনিকভিত্তিক
    বেতন: দৈনিকভিত্তিক বেতন কাঠামো অনুযায়ী

  • ১১. পদের নাম: শ্রমিক (ফিটার)
    পদসংখ্যা: ১০
    যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস। দেশি অথবা বিদেশি শিপইয়ার্ডে সংশ্লিষ্ট কাজে ন্যূনতম দুই থেকে তিন বছরের বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন। এলআর/বিভি ক্লাস সার্টিফিকেটধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
    বয়স: ১৬ মে ২০২৪ তারিখে অনূর্ধ্ব ২০ বছর। বিশেষ অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে শিথিলযোগ্য।
    চাকরির ধরন: দৈনিকভিত্তিক
    বেতন: দৈনিকভিত্তিক বেতন কাঠামো অনুযায়ী

আরও পড়ুন
  • ১২. পদের নাম: শ্রমিক (পাইপ ফিটার)
    পদসংখ্যা: ১০
    যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস। দেশি অথবা বিদেশি শিপইয়ার্ডে সংশ্লিষ্ট কাজে ন্যূনতম দুই থেকে তিন বছরের বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন। এলআর/বিভি ক্লাস সার্টিফিকেটধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
    বয়স: ১৬ মে ২০২৪ তারিখে অনূর্ধ্ব ২০ বছর। বিশেষ অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে শিথিলযোগ্য।
    চাকরির ধরন: দৈনিকভিত্তিক
    বেতন: দৈনিকভিত্তিক বেতন কাঠামো অনুযায়ী

  • ১৩. পদের নাম: শ্রমিক (শ্যাফট ফিটার)
    পদসংখ্যা:
    যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস। দেশি অথবা বিদেশি শিপইয়ার্ডে সংশ্লিষ্ট কাজে ন্যূনতম দুই থেকে তিন বছরের বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন। এলআর/বিভি ক্লাস সার্টিফিকেটধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
    বয়স: ১৬ মে ২০২৪ তারিখে অনূর্ধ্ব ২০ বছর। বিশেষ অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে শিথিলযোগ্য।
    চাকরির ধরন: দৈনিকভিত্তিক
    বেতন: দৈনিকভিত্তিক বেতন কাঠামো অনুযায়ী

  • ১৪. পদের নাম: শ্রমিক (ইলেকট্রিশিয়ান)
    পদসংখ্যা: ১৫
    যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস। সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড কোর্স সম্পন্ন। দেশি অথবা বিদেশি শিপইয়ার্ডে সংশ্লিষ্ট কাজে ন্যূনতম পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন।
    বয়স: ১৬ মে ২০২৪ তারিখে অনূর্ধ্ব ২০ বছর। বিশেষ অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে শিথিলযোগ্য।
    চাকরির ধরন: দৈনিকভিত্তিক
    বেতন: দৈনিকভিত্তিক বেতন কাঠামো অনুযায়ী

আরও পড়ুন
  • ১৫. পদের নাম: শ্রমিক (পেইন্টার)
    পদসংখ্যা:
    যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস। দেশি অথবা বিদেশি শিপইয়ার্ডে সংশ্লিষ্ট কাজে ন্যূনতম দুই থেকে তিন বছরের বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন।
    বয়স: ১৬ মে ২০২৪ তারিখে অনূর্ধ্ব ২০ বছর। বিশেষ অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে শিথিলযোগ্য।
    চাকরির ধরন: দৈনিকভিত্তিক
    বেতন: দৈনিকভিত্তিক বেতন কাঠামো অনুযায়ী

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, সদ্য তোলা চার কপি পাসপোর্ট সাইজের ছবি, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ পৌরসভা/ সিটি করপোরেশনের মেয়র/ কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব / জাতীয়তা সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধন (যদি থাকে), শিক্ষাগত যোগ্যতার সনদ/ প্রত্যয়নপত্র, ড্রাইভিং লাইসেন্সের সত্যায়িত কপি (যানবাহন চালক পদের জন্য) এবং সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতাসংক্রান্ত সব সনদের সত্যায়িত কপি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করে সরাসরি বা ডাকযোগে পাঠাতে হবে। খামের ওপর অবশ্যই পদের নাম ও মুঠোফোন নম্বর উল্লেখ করতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: ব্যবস্থাপনা পরিচালক, ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড, বাংলাদেশ নৌবাহিনী, সোনাকান্দা, বন্দর-১৪১০, বন্দর, নারায়ণগঞ্জ।

আবেদনের শেষ সময়: ১৬ মে ২০২৪।