আইসিডিডিআরবিতে চাকরি, বেতন ১ লাখ ২১ হাজার
আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি রিসার্চ ইনভেস্টিগেটর পদে বাংলাদেশি কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম: রিসার্চ ইনভেস্টিগেটর
পদসংখ্যা: ২
যোগ্যতা ও অভিজ্ঞতা: ভালো ফলাফলসহ হেলথ ইকোনমিকসে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ইকোনমিক ইভ্যালুয়েশন অব হেলথ প্রোগ্রামস অ্যান্ড ইভ্যালুয়েশন অব গভর্নমেন্ট স্পনসরড হেলথ প্রোটেকশন স্কিম ফর পুওর পপুলেশনে কাজের অভিজ্ঞতা ও পিয়ার রিভিউড জার্নালে সায়েন্টিফিক পাবলিকেশন থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মস্থল: ঢাকা
বেতন: মাসিক বেতন ১ লাখ ২১ হাজার ৫৮৫ টাকা।
সুযোগ-সুবিধা: বাসাভাড়া, উৎসব বোনাস, ক্যানটিন ভর্তুকি, পরিবহন, ডে কেয়ার সুবিধাসহ অন্যান্য ভাতা দেওয়া হবে।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের আইসিডিডিআরবির ওয়েবসাইটের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Online বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময়: ১৩ জানুয়ারি ২০২৪।