কমিউনিটি ক্লিনিকে নিয়োগের জন্য নির্বাচিত প্রার্থীদের নিয়োগপত্র জারি
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের চতুর্থ স্বাস্থ্য জনসংখ্যা ও পুষ্টি সেক্টর কর্মসূচির (এইচপিএনএসপি) আওতাধীন কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট কর্তৃক বাস্তবায়নাধীন কমিউনিটি বেজড হেলথ কেয়ার (সিবিএইচসি) অপারেশনাল প্ল্যানে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) পদে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের অনুকূলে নিয়োগপত্র জারি করা হয়েছে।
কমিউনিটি বেজড হেলথ কেয়ারের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৪তম গ্রেডভুক্ত এ পদে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের আগামী ১ মার্চের মধ্যে নিজ নিজ জেলার সিভিল সার্জন কার্যালয়ে যোগদান করতে হবে। চূড়ান্তভাবে নির্বাচিত কোনো প্রার্থী নিয়োগপত্র না পেলেও নিজ নিজ জেলার সিভিল সার্জন কার্যালয়ে যোগদান করতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।