আস-সুন্নাহ ফাউন্ডেশনে চাকরি, বেতন ৭০,০০০-১০০,০০০ টাকা

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসিক হোস্টেলের সার্বিক তত্ত্বাবধান ও ব্যবস্থাপনার জন্য ‘আবাসিক ইনচার্জ’ নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। আগ্রহী প্রার্থীদের ই-মেইলে সিভি পাঠাতে হবে অথবা আবেদনপত্র সরাসরি আস-সুন্নাহ ফাউন্ডেশনের অফিসে জমা দিতে হবে।

পদের নাম: আবাসিক ইনচার্জ (পুরুষ)

পদসংখ্যা: ১

যোগ্যতা: বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রি/সমমান পাস হতে হবে। নেতৃত্ব গুণসম্পন্ন, সমস্যা সমাধানে দক্ষ ও প্রশাসনিক কাজে পারদর্শী হতে হবে।

অভিজ্ঞতা: শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থাপনা–সংক্রান্ত কাজে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। অবসরপ্রাপ্ত সামরিক/ প্রশাসনিক কর্মকর্তারাও আবেদন করতে পারবেন।

আরও পড়ুন

চাকরির ধরন : পূর্ণকালীন

কর্মস্থল: ঢাকা

বয়স: ন্যূনতম ৩৫ বছর

বেতন: ৭০ হাজার থেকে ১ লাখ টাকা। (আলোচনা সাপেক্ষে)

দায়িত্ব ও কর্তব্য

আবাসিক ভবনের সার্বিক ব্যবস্থাপনা ও তত্ত্বাবধান করা এবং প্রশিক্ষণের সার্বিক ব্যবস্থাপনা ও তত্ত্বাবধান করা। আবাসন, প্রশিক্ষণ, খাবার ইত্যাদির মানোন্নয়নে পরামর্শ প্রদান ও বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করা। শিক্ষার্থীদের সুশৃঙ্খল রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। রক্ষণাবেক্ষণ, নিরাপত্তা এবং স্বাস্থ্যবিধি নিশ্চিত করা।

আরও পড়ুন

যেভাবে আবেদন

আগ্রহী প্রার্থীদের সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি, পূর্ণ জীবনবৃত্তান্ত, অভিজ্ঞতা ও শিক্ষাগত যোগ্যতার সনদ এই ই-মেইলে ([email protected]) পাঠাতে হবে। অথবা আবেদনপত্র সরাসরি আস-সুন্নাহ ফাউন্ডেশনের অফিসে জমা দিতে হবে। ই-মেইলে পাঠালে বিষয়ের জায়গায় ‘আবাসিক ইনচার্জ’ লিখতে হবে।

আবেদনের শেষ সময়: ৯ মে ২০২৫।

আরও পড়ুন