রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘এ’ ইউনিটে ৫০ আসন খালি, ভর্তি–ইচ্ছুকদের জরুরি নোটিশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়
ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের অধীন ফারসি ভাষা ও সাহিত্য, সংস্কৃত এবং উর্দু বিভাগে আনুমানিক ৫০টি আসন খালি আছে। যেসব শিক্ষার্থী এসব বিভাগে ভর্তি হতে ইচ্ছুক, তাঁদের প্রবেশপত্র জমা দিতে বলা হয়েছে। ২০ সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ (সম্মান) শ্রেণিতে ভর্তির জন্য ‘এ’ ইউনিট (কলা অনুষদ, আইন অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ, চারুকলা অনুষদ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট)-এর অধীন ফারসি ভাষা ও সাহিত্য, সংস্কৃত এবং উর্দু বিভাগে আনুমানিক ৫০টি আসন খালি আছে।

আরও পড়ুন

যেসব প্রার্থী এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং বিষয় পছন্দ ফরম (চয়েজ ফরম) পূরণ করেছেন এবং যাঁরা ইতিমধ্যে প্রকাশিত মেধাতালিকাগুলোয় মনোনীত হননি, কেবল তাঁদের প্রবেশপত্র জমা দেওয়ার কথা বলা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘এ’ ইউনিটের গ্রুপ-১-এ ১০১৮ থেকে ১২৭০ পর্যন্ত, গ্রুপ-২-এ ৯৮৮ থেকে ১২৪০ পর্যন্ত, গ্রুপ-৩-এ ৯৬৫ থেকে ১২২০ পর্যন্ত, গ্রুপ-৪-এ ৮৮৯ থেকে ১১৪০ পর্যন্ত যাঁদের মেধাস্থান, তাঁরাই এই আবেদন করতে পারবেন।

আরও পড়ুন

ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীদের ‘এ’ ইউনিটের চিফ কো-অর্ডিনেটরের অফিসে ২১ থেকে ২৩ সেপ্টেম্বর দুপুর ১২টার মধ্যে নিজে উপস্থিত হয়ে প্রবেশপত্র জমা দেওয়ার জন্য বলা যাচ্ছে। যেসব ভর্তি–ইচ্ছুক প্রবেশপত্র জমা দেবেন, তাঁদের মধ্য থেকে মেধার ভিত্তিতে আসন পূরণ করা হবে।

আরও পড়ুন