বাউবিতে এইচএসসি প্রোগ্রাম, ভর্তির সময় বাড়ল ১৫ আগস্ট পর্যন্ত
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওপেন স্কুল পরিচালিত এইচএসসি প্রোগ্রামের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ( ২০২৫ব্যাচ) প্রথম বর্ষে ভর্তিপ্রক্রিয়ার সময় বাড়িয়েছে। গত ১৫ এপ্রিল ভর্তি শুরু হয়েছে। ভর্তির বর্ধিত প্রক্রিয়া চলবে ১৫ আগস্ট পর্যন্ত। তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীরা কোর্স ফির ৬০ শতাংশ ছাড় পাবে।
মানবিক, ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞান—তিনটি শাখায় শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবে।
ভর্তির যোগ্যতা—
এসএসসি/সরকার স্বীকৃত সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র—
১. দুই কপি ছবি,
২. এসএসসি বা সরকার স্বীকৃত সমমানের পরীক্ষায় উত্তীর্ণের সনদ,
৩. জাতীয় পরিচয়পত্র বা অনলাইন জন্মনিবন্ধন সনদের সত্যায়িত ফটোকপি।
ভর্তি ফি লাগবে—
১. অনলাইন আবেদন ফি ১০০ টাকা,
২. মোট ভর্তি ফি: ৪ হাজার ৫২৩ টাকা, এ ক্ষেত্রে বিলম্ব ফি নেওয়া হবে না।
৩. ঐচ্ছিক বিষয়ের জন্য অতিরিক্ত কোর্স ও পরীক্ষার ফি ৬৩৮ টাকা,
৪. ব্যবহারিক কোর্সপ্রতি অতিরিক্ত ১২৫ টাকা জমা দিতে হবে।
ভর্তির বিস্তারিত সময়:—
১. ভর্তির আবেদনের শুরুর তারিখ: ১৫ এপ্রিল ২০২৫।
২. ভর্তির বর্ধিত সময় : ১৫ আগস্ট ২০২৫।
৩. ওরিয়েন্টেশন ও টিউটোরিয়াল ক্লাসের তারিখ: ৫ সেপ্টেম্বর ২০২৫।
বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট: www.bou.ac.bd