রাজউক উত্তরা মডেল কলেজে অভ্যন্তরীণ শিক্ষার্থীদের একাদশ শ্রেণিতে ভর্তি

আগামীকাল বুধবার থেকে ১১ আগস্টে মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে শিক্ষার্থীদেরছবি: সংগৃহীত

রাজউক উত্তরা মডেল কলেজ ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ‘অভ্যন্তরীণ শিক্ষার্থীদের’ একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ করেছে। সেই নীতিমালার ভিত্তিতে ছাত্রছাত্রী ভর্তি করা হবে। এ কলেজ হতে ২০২৫ সালে ‘এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রী’ ও অভিভাবকদের জানার জন্য গুরুত্বপূর্ণ তথ্য। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে রাজউক উত্তরা মডেল কলেজে ভর্তির জন্য অবশ্য করণীয় নিচে দেওয়া হলো।

একাদশ শ্রেণিতে ভর্তির তারিখ—

  • আগামীকাল বুধবার, ৩০ জুলাই হতে ১১ আগস্ট ২০২৫ তারিখের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

  • রাজউক উত্তরা মডেল কলেজে নির্বাচিত হওয়ার পর ‘বোর্ড নির্ধারিত’ তারিখের মধ্যে অবশ্যই নিশ্চয়ন করতে হবে। অন্যথায় ‘নির্বাচন বাতিল হবে’ এবং এ কলেজে ভর্তি হতে পারবে না।

আরও পড়ুন

অভ্যন্তরীণ শিক্ষার্থীদের ভর্তির যোগ্যতা—

বিজ্ঞান বিভাগ:

১. বাংলা মাধ্যম-প্রভাতি শিফট, ন্যূনতম যোগ্যতা: অভ্যন্তরীণ ৪.৫০, বহিরাগত ৫.০০,

২. বাংলা মাধ্যম-দিবা শিফট, ন্যূনতম যোগ্যতা: অভ্যন্তরীণ ৪.৫০, বহিরাগত ৫.০০,

৩. ইংরেজি মাধ্যম-প্রভাতি শিফট, ন্যূনতম যোগ্যতা: অভ্যন্তরীণ ৪.৫০, বহিরাগত ৫.০০,

৪. ইংরেজি মাধ্যম-দিবা শিফট, ন্যূনতম যোগ্যতা: অভ্যন্তরীণ ৪.৫০, বহিরাগত ৫.০০।

রাজউক উত্তরা মডেল কলেজে একাদশ শ্রেণিতে ভর্তিতে ছাত্রছাত্রীদের নিজ নিজ শিফট, ভার্সন ও বিভাগে ভর্তির জন্য আবেদন করতে হবে
ছবি: সংগৃহীত

মানবিক বিভাগ—

১. বাংলা মাধ্যম-প্রভাতি শিফট, ন্যূনতম যোগ্যতা: অভ্যন্তরীণ ৪.০০, বহিরাগত ৪.৭৫,

২. বাংলা মাধ্যম-দিবা শিফট, ন্যূনতম যোগ্যতা: অভ্যন্তরীণ ৪.০০, বহিরাগত ৪.৭৫।

আরও পড়ুন

ব্যবসায় শিক্ষা বিভাগ—

১. বাংলা মাধ্যম-প্রভাতি শিফট, ন্যূনতম যোগ্যতা: অভ্যন্তরীণ ৪.০০, বহিরাগত ৪.৭৫,

২. বাংলা মাধ্যম-দিবা শিফট, ন্যূনতম যোগ্যতা: অভ্যন্তরীণ ৪.০০, বহিরাগত ৪.৭৫,

৩. ইংরেজি মাধ্যম-প্রভাতি শিফট, ন্যূনতম যোগ্যতা: অভ্যন্তরীণ ৪.০০, বহিরাগত ৪.৭৫।

দরকারি তথ্য—

১. ছাত্রছাত্রীদের নিজ নিজ শিফট, ভার্সন ও বিভাগে ভর্তির জন্য আবেদন করতে হবে।

২.কোন ছাত্রছাত্রীর শিফট বা ভার্সন বা বিভাগ পরিবর্তন করা যাবে না।

৩. উল্লিখিত নিয়মের ব্যত্যয়ের কারণে একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হলে কলেজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না ।

*বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট: www.rajukcollege.edu.bd, https://xiclassadmission.gov.bd

আরও পড়ুন