ডেন্টালে ভর্তি: দ্বিতীয় মাইগ্রেশনের তালিকা প্রকাশ

২০২২-২৩ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ বিডিএস কোর্সে সরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটগুলোয় শূন্য আসনে দ্বিতীয় দফায় মাইগ্রেশনের তালিকা প্রকাশ করা হয়েছে। অপেক্ষমাণ তালিকা থেকে ১৯ জনকে প্রাথমিকভাবে ভর্তির জন্য মনোনীত করা হয়েছেন।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘২০২২-২৩ শিক্ষাবর্ষে বিডিএস কোর্সে সরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে শূন্য আসনে মেধা ও পছন্দের ভিত্তিতে দ্বিতীয় দফায় স্বয়ংক্রিয় অভিপ্রায়ন (মাইগ্রেশন) শেষে অপেক্ষমাণ তালিকা থেকে মোট ১৯ শিক্ষার্থীকে সরকারিভাবে ভর্তির জন্য মনোনীত করা হলো।

মাইগ্রেশনে সুযোগপ্রাপ্ত শিক্ষার্থীরা ভর্তিকৃত কলেজের অধ্যক্ষের দপ্তরে যোগাযোগ করে ১৭ থেকে ২২ জুলাইয়ের মধ্যে অবশ্যই মাইগ্রেশন–প্রক্রিয়া অর্থাৎ বর্তমান ভর্তিকৃত কলেজ থেকে বদলি বা মাইগ্রেশনকৃত কলেজে ভর্তির সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। উল্লিখিত সময়ের মধ্যে মাইগ্রেশনপ্রাপ্ত শিক্ষার্থীদের কেউ ভর্তি হতে ব্যর্থ হলে উভয় কলেজ থেকে তাঁর ছাত্রত্ব বাতিল হয়ে যাবে।’

আরও পড়ুন

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভর্তির ক্ষেত্রে অধিদপ্তরের প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তির অন্যান্য শর্তাবলি অপরিবর্তিত থাকবে। অপেক্ষমাণ তালিকা ও মাইগ্রেশন ফল স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট ও স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট হতে জানা যাবে। এ ছাড়া সংশ্লিষ্ট শিক্ষার্থীদের শুধু টেলিটকের 01550-155555 নম্বর থেকে এসএমএসের মাধ্যমে এ–সংক্রান্ত তথ্য জানানো হবে।

গত ৫ মে দেশের সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষ বিডিএস বা ডেন্টাল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন

পরদিন ৬ মে ফল প্রকাশ করা হয়। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক প্রণীত নীতিমালার শর্তানুযায়ী লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বর ও এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ থেকে প্রাপ্ত নম্বর যোগ করে অর্জিত স্কোরের ভিত্তিতে মেধা, পছন্দক্রম, কোটা অনুযায়ী ৫৪৫ পরীক্ষার্থীদের একটি সরকারি ডেন্টাল কলেজ ও আটটি মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটে ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে। ২৩ থেকে ২৮ মে পর্যন্ত নির্বাচিত ভর্তিচ্ছু শিক্ষার্থীরা অফিস চলাকালে ভর্তিপ্রক্রিয়া সম্পন্ন করেন।

আরও পড়ুন