প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা: মডেল টেস্ট-৬

হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা
পূর্ণমান: ১০০, সময়: ২ ঘণ্টা ৩০ মিনিট

১) সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো। ১ ৫০ = ৫০
১। তোমার গ্রামে একজন দরিদ্র লোক বাস করে। তুমি তার জন্য কী করবে?
ক. গ্রাম থেকে বের করে দেবে খ. এক ঘরে করে রাখবে
গ. সাহায্যের হাত বাড়িয়ে দেবে ঘ. ঘৃণা করবে
২। আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াব, কারণ—
ক. তাকে সাহায্য করার কেউ নেই
খ. তার কিছু করার সামর্থ্য নেই
গ. সব জীবের মধ্যে ঈশ্বর আছেন ঘ. সবাই সুখী হবে
৩। তোমার বাড়ির সামনে ফাঁকা জায়গা পড়ে আছে। তুমি সেখানে কী করবে?
ক. খেলাধুলা করবে খ. নোংরা করবে
গ. বৃক্ষরোপণ করবে ঘ. জায়গাটা ফেলেই রাখবে
৪। রাম অবতারের আদর্শ অনুযায়ী তোমার করণীয় কী?
ক. সৃষ্টির প্রতি যত্নশীল হওয়া
খ. পিতৃসত্য পালন ও অত্যাচারীকে বিনাশ করা
গ. বিষ্ণুবিরোধীদের প্রতিহত করা ঘ. জীবসেবা করা
৫। তোমার মা নিয়মিত উপাসনা করতে চান। এ জন্য তাঁর কী প্রয়োজন হবে?
ক. দেহ-মন পবিত্র হতে হবে
খ. ঈশ্বর সম্পর্কিত জ্ঞান থাকতে হবে
গ. উচ্চবংশীয় হতে হবে ঘ. প্রচুর অর্থসম্পদ থাকতে হবে
৬। কবিতা রানী একাগ্রচিত্তে ঈশ্বরের চিন্তা করেন। তাঁর এ কাজটিকে কী বলা হয়?
ক. ধ্যান খ. কীর্তন গ. পূজা ঘ. জপ
৭। তুমি নিয়মিত উপাসনা করো কেন?
ক. দেহ, মন, আত্মার পবিত্রতার জন্য
খ. সব জীবের পূজা করার জন্য
গ. ঈশ্বরকে খুশি করার জন্য
ঘ. দেবতাজ্ঞানে পূর্বপুরুষের পূজা করার জন্য
৮। বিনয় কখনো কোনো খারাপ কাজ করেন না। এর ফলে তিনি কী লাভ করবেন?
ক. মোক্ষলাভ খ. জ্ঞানলাভ গ. ব্রহ্মলাভ ঘ. সম্পদ লাভ
৯। তুমি দুর্গা দেবীর বর্ণনা জানতে চাও। এ ক্ষেত্রে তুমি কোন পুরাণটি পড়বে?
ক. অগ্নিপুরাণ খ. দেবীপুরাণ
গ. কালিকা পুরাণ ঘ. নরসিংহপুরাণ
১০। তোমার বাবা ফলের আশা প্রত্যাশা না করেই সব কর্ম সম্পাদন করেন। তাঁর এ কর্মকে কী বলা হয়?
ক. নিষ্কাম কর্ম খ. সকাম কর্ম গ. সুকর্ম ঘ. কঠিন কর্ম
১১। তুমি পাঠ্যবইয়ে বর্ণিত ‘ধ্রুব’ উপাখ্যানটি পড়বে। এটি তোমাকে কী শিক্ষা দেবে?
ক. পিতা-মাতাকে শ্রদ্ধা-ভক্তি করা
খ. সাম্য ও ন্যায় প্রতিষ্ঠা করা
গ. সর্বক্ষেত্রে সততা অবলম্বন করা ঘ. সময়ানুবর্তী হওয়া
১২। সুদীপ নিয়মিত নিত্যকর্ম অনুশীলন করেন। এর ফলে তিনি কী শিখতে পারবেন?
ক. সততা খ. নিয়মানুবর্তিতা গ. শিষ্টাচার ঘ. পরোপকার
১৩। তোমার বন্ধু সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। তার এ আচরণে নিচের কোন নৈতিক গুণটি ফুটে উঠেছে?
ক. ধর্মীয় সাম্য খ. সততা
গ. সামাজিকতা ঘ. ন্যায়পরায়ণতা
১৪। তোমার এলাকার সব ধর্মের মানুষই সবার প্রতি শ্রদ্ধা পোষণ করে। এর ফলে কী হবে?
ক. সবার মধ্যে শান্তি ও সম্প্রীতি গড়ে উঠবে
খ. সাম্প্রদায়িকতা দেখা দেবে
গ. ধর্মের গুরুত্ব কমে যাবে ঘ. ধর্মীয় ভাবগাম্ভীর্য বিনষ্ট হবে
১৫। ভগিনী নিবেদিতার আদর্শ অনুযায়ী তুমি নিচের কোন কাজটি করবে?
ক. গরিব-দুঃখীদের সেবাযত্ন খ. কঠোর তপস্যা
গ. সন্ন্যাস জীবন যাপন ঘ. দেশের কল্যাণে আত্মত্যাগ
১৬। নিজের ক্ষতি হলেও তুমি কারও অমঙ্গল কামনা করো না। তোমার এ গুণটির নাম কী?
ক. পরোপকারিতা খ. পরমতসহিষ্ণুতা
গ. শিষ্টাচার ঘ. অহিংসা
১৭। তুমি জীবনে অনেক বড় হতে চাও। এ জন্য তোমাকে কী করতে হবে?
ক. শিষ্টাচার শিখতে হবে খ. দান করতে হবে
গ. অহিংস হতে হবে ঘ. পরমতসহিষ্ণু হতে হবে
১৮। তোমার শিক্ষক নিজের ক্ষতি হলেও অন্যের কল্যাণ সাধন করেন। তাঁর চরিত্রে কোন গুণটি প্রকাশিত হয়েছে?
ক. দয়া খ. করুণা গ. হিংসা ঘ. অহিংসা
১৯। তোমরা স্কুল থেকে পিকনিকে যাবে। তুমি যেতে চাইলে কক্সবাজার। আর তোমরা বন্ধুরা যেতে চাইল বান্দরবান। তখন তুমি কী করবে?
ক. পিকনিকে যাবে না খ. শিক্ষকের নিকট নালিশ করবে
গ. সবার সঙ্গে মিলে স্থান নির্বাচন করবে
ঘ. বন্ধুদের সঙ্গে মারামারি করবে
২০। তোমার একজন সহপাঠী বিদ্যালয়ে আসতে পারছে না। কারণ তার বিদ্যালয়ে আসার মতো কোনো পোশাক নেই। এমতাবস্থায় তুমি কী করবে?
ক. মাকে সাহায্য করতে বলবে
খ. নিজের ব্যবহূত পোশাক দেবে
গ. বন্ধুরা মিলে সাহায্য করবে ঘ. প্রধান শিক্ষককে বলবে
২১। তোমার বন্ধু সাধনার জন্য মনকে প্রস্তুত করতে চায়। এ জন্য তাকে কোন কাজটি করতে হবে?
ক. উপবাস করতে হবে খ. ঈশ্বরের সেবা করতে হবে
গ. আসন অনুশীলন করতে হবে
ঘ. মানুষের সেবা করতে হবে
২২। তুমি গোমুখাসনের অনুশীলন করো। এ আসনের অনুশীলন করে কী উপকারিতা লাভ করো?
ক. অনিদ্রা দূর হয় খ. হাড় বাঁকা হয়
গ. বাতরোগ হয় ঘ. কাঁধ বাঁকা হয়
২৩। তোমার মা আজ সারা দিন না খেয়ে আছেন। তিনি আজ কী পালন করছেন?
ক. উপদেশ খ. কৃচ্ছ্র গ. উপোস ঘ. দীক্ষা
২৪। তোমার বন্ধু সব সময় অসুস্থ থাকে। তার জীবন কেমন হবে?
ক. অশান্তিময় খ. শান্তিময় গ. আনন্দময় ঘ. দুঃখময়
২৫। সুমন সংযমের অধিকারী। সে কোন কাজটির মাধ্যমে এই গুণটি অর্জন করেছে?
ক. যোগব্যায়ামের মাধ্যমে খ. উপবাসের মাধ্যমে
গ. খেলাধুলার মাধ্যমে ঘ. পরিমিত আহারের মাধ্যমে
২৬। তন্ময় শরীর সুস্থ রাখার জন্য মাঝে মাঝে আহার গ্রহণ হতে বিরত থাকে। সে কোনটি করে?
ক. উপাসনা খ. উপবাস
গ. পরিমিত আহার গ্রহণ ঘ. ঈশ্বরের সেবা
২৭। ঊর্মির পিতা পরিমিত খাবার খান। তিনি শাকসবজি ও ফলমূলকে গুরুত্ব দেন এবং নিয়মিত ব্যায়াম করেন, কারণ—
ক. তিনি সুস্থ থেকে ধার্মিক হতে চান
খ. তিনি সবার অনুসরণীয় হতে চান
গ. পরিমিত আহার শরীরকে সুস্থ রাখে
ঘ. পরিমিত আহার ও ব্যায়াম স্বাস্থ্য রক্ষায় সহায়ক
২৮। তুমি দেশকে ভালোবাসো, এটি তোমার মধ্যে কী তৈরি করবে?
ক. জনগণের প্রতি আবেগ খ. দেশের প্রতি অনুরাগ
গ. নিজ দেশের জন্য গর্ববোধ
ঘ. দেশের কল্যাণের জন্য কঠোর পরিশ্রম করা
২৯। দেশের স্বাধীনতার জন্য মৃত্যু, সে তো বীরের মৃত্যু। উক্তিটি কোন গ্রন্থের অন্তর্গত?
ক. রামায়ণ খ. উপনিষদ গ. পুরাণ ঘ. মহাভারত
৩০। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে অনেক মুক্তিযোদ্ধা দেশের জন্য তাঁদের প্রাণ উত্সর্গ করেছেন। এর মাধ্যমে তাঁদের কোন গুণটি প্রকাশিত হয়েছে?
ক. আত্মত্যাগ খ. দেশপ্রেম গ. কতর্ব্যনিষ্ঠা ঘ. সাহসিকতা
৩১। অজয় এমন একটি গুণের কথা বলল, যেটা আত্মমর্যাদার উত্স। অজয় কোন গুণটির কথা বলেছে?
ক. কর্মনিষ্ঠা খ. দেশপ্রেম গ. সততা ঘ. পরমতসহিষ্ণুতা
৩২। তুমি দেশকে ভালোবাসো ও দেশের জন্য কাজ করো। তোমার এ কাজটি কিসের অঙ্গ?
ক. সেবার খ. ধর্মের গ. জ্ঞানের ঘ. প্রার্থনার
৩৩। শিক্ষক ক্লাসে মুক্তিযুদ্ধে শহিদদের অবদানের কথা বললেন। তুমি তাঁদের প্রতি কী জানাবে?
ক. শ্রদ্ধা খ. ঘৃণা গ. করুণা ঘ. দয়া
৩৪। আজ সমস্ত গ্রাম হোলি খেলার উত্সবে মেতে উঠেছে। গ্রামবাসী কোন উত্সবটি পালন করছে?
ক. চৈত্রসংক্রান্তি খ. মহালয়া
গ. দোলযাত্রা ঘ. গাস্যি
৩৫। তোমরা প্রতিবছর চৈত্রসংক্রান্তি উত্সব পালন করো। এ দিনটির আর একটি পরিচয় আছে, তা কী?
ক. নতুন বছরকে স্বাগত জানানোর দিন
খ. ঘরে ঘরে নবান্ন পালন করার দিন
গ. পুরোনো বছরকে বিদায় দেওয়ার দিন
ঘ. মহাপ্রভু চৈতন্যের অবগাহন করার দিন
৩৬। দেশের প্রতি মানুষের অনুরাগ ও ভালোবাসা কী?
ক. আবেগ খ. দয়া গ. মমতা ঘ. দেশপ্রেম
৩৭। ছোট মনে কী করা যায় না?
ক. কাজ খ. অহংকার গ. কর্তব্য ঘ. ঘৃণা
৩৮। পরমতসহিষ্ণুতাকে আমরা কী বলে মানব?
ক. সামাজিকতা খ. আদর্শ গ. সম্প্রীতি ঘ. ধর্মের অঙ্গ
৩৯। শিষ্টাচারের দ্বারা কী জয় করা যায়?
ক. রাজ্য খ. ধনসম্পদ গ. সম্মান ঘ. মানুষের মন
৪০। পরিমিত আহার গ্রহণ ও উপবাস আমাদের কী শেখায়?
ক. ব্যায়াম খ. সংযম গ. আচার ঘ. আচরণ
৪১। ঐতিহ্য ও সংস্কৃতির দৃষ্টান্ত হিসেবে নিচের কোনটিকে তুমি মনে করো?
ক. মহালয়া খ. আনুষ্ঠানিকতা গ. শ্রদ্ধানুষ্ঠান ঘ. যজ্ঞ
৪২। বিষ্ণুর অবতার কয়টি?
ক. আটটি খ. নয়টি গ. দশটি ঘ. এগারোটি
৪৩। প্রহ্লাদের পিতার নাম কী?
ক. হিরণ্যাক্ষ খ. সত্যব্রত গ. হিরণ্যকশিপু ঘ. গৌতমবুদ্ধ
৪৪। রাজা কমণ্ডলুতে করে মাছটিকে কী করলেন?
ক. ফেলে দিলেন খ. অন্যজনকে দিয়ে দিলেন
গ. পুকুরে ছেড়ে দিলেন ঘ. বাড়ি নিয়ে এলেন
৪৫। দেহ জীর্ণ বা পুরোনো হলে কী হয়?
ক. জন্ম হয় খ. পুনর্জন্ম হয়
গ. মৃত্যু হয় ঘ. রোগশোক হয়
৪৬। হিন্দুধর্মের প্রধান আদর্শ কী?
ক. নিজের কল্যাণ খ. জগতে সবার কল্যাণ
গ. কিছু কিছু লোকের কল্যাণ ঘ. পুণ্যবানদের কল্যাণ
৪৭। সামবেদ সংহিতার মন্ত্রগুলো কেমন?
ক. কবিতার মতো খ. গানের মতো
গ. গল্পের মতো ঘ. সাহিত্যের মতো
৪৮। ‘ভারত সেবাশ্রমের’ প্রতিষ্ঠাতা কে?
ক. স্বামী প্রণবানন্দ খ. স্বামী বিবেকানন্দ
গ. ঋষি অরবিন্দ ঘ. প্রভু জগদ্বন্ধু
৪৯। মা বিদুলার কথায় সঞ্জয়ের কী হয়েছিল?
ক. ভ্রান্তি দূর হয়েছিল খ. রাগ হয়েছিল
গ. ভয়ে কেঁপে উঠেছিল ঘ. অন্যত্র চলে গিয়েছিল
৫০। সাধু-সন্ন্যাসীদের আশ্রমকে কেন্দ্র করে কী গড়ে উঠেছে?
ক. সেবাশ্রম খ. উপাসনালয়
গ. ধর্মক্ষেত্র বা তীর্থক্ষেত্র ঘ. মন্দির
২। নিচের প্রশ্নগুলোর উত্তর সংক্ষেপে উত্তরপত্রে লেখো।
১ ১৫ = ১৫
ক. আমরা কার সেবা করে কৃতজ্ঞতা প্রকাশ করি?
খ. ভালো কাজ কী? তার ফলে কী হয়?
গ. আমাদের মাথা নত হয়ে আসে কেন?
ঘ. শিষ্টাচার কাকে বলে?
ঙ. জন্মান্তর কাকে বলে?
চ. উপাসনা কাকে বলে?
ছ. যে আমাকে যেভাবে উপাসনা করে, আমি তাকে সেভাবেই সন্তুষ্ট করি—এ কথা কে এবং কাকে বলেছিলেন?
জ. বিশ্বামিত্র কেন বশিষ্ঠকে হিংসা করতেন?
ঝ. শরীর সুস্থ রাখার একটি উপায় লেখো।
ঞ. রানি বিদুলা পুত্রকে ভর্ত্সনা করলেন কেন?
ত. চারজন বৈদিক দেবতার নাম লেখো?
থ. মোক্ষ কাকে বলে?
দ. কামধেনু কাকে বলে?
ধ. উপবাস কাকে বলে?
ন. আসনের উপকারিতা কী?
৩। ক, খ, গ, ঘ ও ঙ নম্বর প্রশ্নসহ যেকোনো সাতটি প্রশ্নের উত্তর লেখো। ৫ ৭ = ৩৫
ক. আমরা অন্য ধর্মের লোকদের সঙ্গে কেমন আচরণ করব? পাঁচটি বাক্যে লেখো। ৫
খ. পরিমিত আহার বলতে কী বোঝায়—এ সম্পর্কে পাঁচটি বাক্যে লেখো। ৫
গ. আমরা দেশকে ভালোবাসব কেন? পাঁচটি বাক্যে বুঝিয়ে লেখো। ৫
ঘ. দেশপ্রেম কীভাবে প্রকাশ পায়? বুঝিয়ে লেখো। ৫
ঙ. নিত্যকর্ম কী? যেকোনো চারটি নিত্যকর্মের কথা লেখো। ১+৪=৫
চ. শিকাগোতে বিবেকানন্দ হিন্দুধর্ম সম্পর্কে যা বলেছিলেন, তা তোমার পাঠ্যপুস্তক অনুসারে নিজের ভাষায় লেখো। ৫
ছ. বশিষ্ঠ কীভাবে বিশ্বামিত্রকে আপ্যায়ন করলেন? ৫
জ. পরমতসহিষ্ণুতার গুরুত্ব বুঝিয়ে লেখো। ৫
ঝ. ‘ধর্মসংগীতের মধ্য দিয়ে শিল্পচর্চার ঐতিহ্য প্রকাশ পেয়েছে।’—কীভাবে? ৫
ঞ. দোলযাত্রা উত্সবের সংক্ষিপ্ত বর্ণনা দাও। ৫
তত্ত্বাবধায়ক শিশুবান্ধব পাঠশালা, গাইবান্ধা