ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়ে গেল শিক্ষার্থী সংবর্ধনা ও ক্যারিয়ার সেমিনার
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নিয়ে ‘শিক্ষার্থী সংবর্ধনা ও ক্যারিয়ার সেমিনার’–এর আয়োজন করেছিল আই এডুকেশন নামের একটি সংস্থা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ড. মোজাফফর আহমেদ চৌধুরী অডিটরিয়ামে গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয় এ শিক্ষার্থী সংবর্ধনা ও ক্যারিয়ার সেমিনার। চার শতাধিক শিক্ষার্থী অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এডুকেশনের প্রধান নির্বাহী পরিচালক সিদ্দিকী মহসীন পাটওয়ারী। অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ পুলিশ স্পেশাল ব্রাঞ্চের এডিসি রাহুল পাটোয়ারি। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের প্রভাষক রাজিব হোসেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা নিজেদের বিভিন্ন প্রতিবন্ধকতা জয় করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়ার গল্পগুলো তুলো ধরেন। শিক্ষার্থীদের ক্রেস্ট, স্যুভেনির ও টি-শার্ট বিতরণ করা হয়।
ক্যারিয়ারবিষয়ক বিভিন্ন দিকনির্দেশনা নিয়ে ছিল ক্যারিয়ার সেমিনার। এখানে বিসিএস ক্যাডার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা উপস্থিত থেকে শিক্ষার্থীদের ক্যারিয়ার ও তাদের ভবিষ্যৎ পরিকল্পনার জন্য নানা দিকনির্দেশনা দেন। বিজ্ঞপ্তি