ঢাকা বিশ্ববিদ্যালয়ে উইমেন ইন স্টেম শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

গণিতের নোবেলখ্যাত ফিল্ডস মেডেল বিজয়ী একমাত্র নারী গণিতবিদ মির্জা মরিয়মখানি গণিত ও বিজ্ঞানে আগ্রহী নারীদের অনুপ্রেরণা। তাঁর কাজ, গবেষণা ও বৈরী পরিবেশের বিরুদ্ধে লড়াই করে গণিতের সর্বোচ্চ সম্মান জয়ের অনুপ্রেরণায় বাংলাদেশের মেয়েদেরও এগিয়ে যেতে হবে। উন্নত বিশ্বের কাতারে যাওয়ার জন্য আমাদের মেয়েদেরও বিজ্ঞান-প্রযুক্তি-ইঞ্জিনিয়ারিং-ম্যাথমেটিকস তথা স্টেম (এসটিইএম) শিক্ষায় এগোতে হবে।

আরও পড়ুন

গতকাল রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ এফ মুজিবুর রহমান গণিত ভবনে আয়োজিত উইমেন ইন স্টেম শীর্ষক সেমিনারে বক্তারা এ কথা তুলে ধরেন। ইরানি গণিতবিদ মরিয়ম মির্জাখনির স্মরণে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি ও বাংলাদেশ উইমেন্স ম্যাথ অলিম্পিয়াড কমিটি যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।

আরও পড়ুন

সেমিনারে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ বৈরী পরিবেশেই শিক্ষার্থীদের এগিয়ে যাওয়ার পরামর্শ দিয়ে বলেন, নানা প্রতিবন্ধকতার মধ্য দিয়ে নারীদের গণিতকে জয় করতে হয়। তিনি আশা প্রকাশ করেন গণিতের অগ্রযাত্রা ও অর্জন প্রচারের জন্য গণমাধ্যমগুলো অধিকতর ভূমিকা পালন করবে। সেমিনারের শুরুতে গণিত বিভাগের প্রভাষক সুজানা আজমি গণিতবিদ মির্জা মরিয়মখানিসহ নারী বিজ্ঞানী ও গণিতবিদদের অর্জন তুলে ধরেন।

আরও পড়ুন

বাংলাদেশ উইমেন্স ম্যাথ অলিম্পিয়াড কমিটির সভাপতি অধ্যাপক চন্দ্রনাথ পোদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে আরও বক্তব্য দেন গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শহীদুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ উইমেন্স ম্যাথ অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক তানিয়া শারমিন খালেক। সেমিনার শেষে অংশগ্রহণকারীদের সনদ দেওয়া হয়।

আরও পড়ুন
আরও পড়ুন