সুইডেনে আইইএলটিএস ছাড়া উচ্চশিক্ষা, যে যে কাগজপত্রে ১০ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা

ইউরোপের অন্যতম দেশ সুইডিশ বিশ্ববিদ্যালয়গুলো বিভিন্ন আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে ধারাবাহিকভাবে প্রথম দিকে জায়গা করে নেয়। দেশটি উচ্চমানের শিক্ষাদানে বিশ্বব্যাপী স্বীকৃত। সুইডেনে অনেক প্রোগ্রাম ইংরেজিতে পড়ানো হয়, যা সারা বিশ্বের শিক্ষার্থীদের আকর্ষণ করে। দেশটি বৈচিত্র্যময় ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষার পরিবেশ নিশ্চিত করে। সুইডিশ বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েটদের জন্য চাকরির প্রচুর সুযোগ রয়েছে।

বিশ্বখ্যাত অনেক ব্যবসায়িক প্রতিষ্ঠানের আশ্রয়স্থলের কারণে ক্যারিয়ার গঠনে হাজারো বিদেশি শিক্ষার্থীর কাছে স্বপ্নতুল্য দেশ সুইডেন। শেনজেনভুক্ত দেশ সুইডেনে উচ্চশিক্ষার নানা সুযোগ আছে। দেশটিতে আইইএলটিএস ছাড়াই পড়াশোনার সুযোগ আছে। দেশটির অন্যতম ১০টি বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডিতে বৃত্তির জন্য আবেদন করা যাবে আইইএলটিএস ছাড়াই। তবে আইইএলটিএস না হলেও বিকল্প কিছু ব্যবস্থা আছে।

আরও পড়ুন

আইইএলটিএস ছাড়া যে ১০ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা

নির্দিষ্ট বৃত্তির আওতায় সুইডেনের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়তে আগ্রহী শিক্ষার্থীরা স্নাতক, মাস্টার্স ও পিএইচডি ডিগ্রির জন্য আবেদনের সুযোগ পাবেন। দেশটির বিশ্ববিদ্যালয়গুলোর এসব বৃত্তি সম্পূর্ণ অর্থায়িত। বিশ্ববিদ্যালয়গুলোর নিজস্ব ওয়েবসাইটে বৃত্তি সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

১. স্টকহোম বিশ্ববিদ্যালয়

২. লুন্ড বিশ্ববিদ্যালয়

৩. উপসালা বিশ্ববিদ্যালয়

৪. চালমারস ইউনিভার্সিটি অব টেকনোলজি

৫. কেটিএইচ রয়্যাল ইনস্টিটিউট অব টেকনোলজি

৬. গোথেনবার্গ বিশ্ববিদ্যালয়

৭. লিংকোপিং বিশ্ববিদ্যালয়

৮. উমিয়া বিশ্ববিদ্যালয়

৯. ওরেব্রো বিশ্ববিদ্যালয় ও

১০. ক্যারোলিনস্কা ইনস্টিটিউট।

আরও পড়ুন
Md. Rashedul Alam Rasel

বিদেশে উচ্চশিক্ষার জন্য আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া ও ইউরোপের দেশগুলোতে আইইএলটিএস ও টোয়েফল স্কোরের প্রয়োজন হয়। ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম (আইইএলটিএস) ইংরেজিতে ভাষাদক্ষতা যাচাইয়ের জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি পরীক্ষা। বিশ্বের প্রায় ১৪০টি দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে আইইএলটিএস স্কোর গ্রহণযোগ্য। এ ছাড়া অভিবাসনসংক্রান্ত কাজে সনদ সংযুক্ত করতে হয়। একবার আইইএলটিএসের সনদ পেলে এর মেয়াদ থাকে দুই বছর। সুইডেনের অনেক বিষয়ে পড়তে শিক্ষার্থীদের জন্য আইইএলটিএসের প্রয়োজন নেই। ইংরেজি ভাষায় আগে ডিগ্রি সম্পন্ন করা শিক্ষার্থীদের ক্ষেত্রে ইংরেজি মেজর বিষয় হতে হবে। ইংরেজিতে দক্ষ শিক্ষার্থীদের সনদ থাকলে আইইএলটিএসের প্রয়োজন নেই। এ ছাড়া আগের ডিগ্রি যদি সুইডিশ পরীক্ষা সমমানের হয়, এমন শিক্ষার্থীদেরও আবেদনে আইইএলটিএস লাগবে না। আইইএলটিএস ছাড়া ইংরেজির যে যে পরীক্ষার স্কোর প্রয়োজন, তা হলো—

আরও পড়ুন

*টোয়েফল: যাঁদের মাতৃভাষা ইংরেজি নয়, তাঁদের জন্য ভাষাদক্ষতার পরীক্ষা টোয়েফল। বিশ্বের প্রায় ১৩০টি দেশে ১০ হাজারের বেশি শিক্ষাপ্রতিষ্ঠানে টেস্ট অব ইংলিশ অ্যাজ আ ফরেন ল্যাঙ্গুয়েজের (টোয়েফল) স্কোরের গ্রহণযোগ্যতা আছে। রিডিং, লিসেনিং, স্পিকিং অ্যান্ড রাইটিংয়ে নেওয়া পরীক্ষার সনদের মেয়াদ দুই বছর।

*পিটিই একাডেমিক: (পিয়ারসন টেস্ট অব ইংলিশ একাডেমি): পিটিই একাডেমিক হলো আইইএলটিএসের আরেকটি জনপ্রিয় বিকল্প ব্যবস্থা, যা সুইডেনের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান গ্রহণ করে থাকে। কম্পিউটারভিত্তিক এই পরীক্ষা ইংরেজি ভাষার দক্ষতার মূল্যায়ন করে।

*কেমব্রিজ ইংরেজি কোয়ালিফিকেশন: কেমব্রিজ ইংরেজি কোয়ালিফিকেশনের সিওয়ান অ্যাডভান্সড (সিএই–CAE) ও সিটু (CPE)-এর মতো পরীক্ষাগুলো সুইডিশ বিশ্ববিদ্যালয়গুলো গ্রহণ করে। এ পরীক্ষাগুলো একাডেমিক ও পেশাদার পরিপ্রেক্ষিতে ইংরেজিতে কার্যকরভাবে যোগাযোগ করার জন্য শিক্ষার্থীর দক্ষতা ও সক্ষমতা পরিমাপ করে।

*ডুয়োলিঙ্গো ইংলিশ টেস্ট: পরীক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠান উভয়ের জন্যই সহজসাধ্য হওয়ায় নিমেষেই গ্রহণযোগ্যতা পাচ্ছে ইংরেজি দক্ষতার নতুন পদ্ধতিগুলো। এমনই একটি পরীক্ষা হলো ডুয়োলিঙ্গো ইংলিশ টেস্ট। ইংরেজি ভাষার পারদর্শিতা মূল্যায়নের এ পরীক্ষা দেওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে ফলাফল পাওয়া যায়। কিছু সুইডিশ বিশ্ববিদ্যালয় এই ডুয়োলিঙ্গো ইংলিশ টেস্ট গ্রহণ করে থাকে। সাশ্রয়ী মূল্যের এই অনলাইন পরীক্ষায় রিডিং (পড়া), লিসেনিং (শোনা), স্পিকিং (কথা) ও রাইটিংয়ে (লেখা) দক্ষতা মূল্যায়ন করে।

আরও পড়ুন

সুইডেনে বৃত্তির তালিকা

সুইডেন নানা স্কলারশিপ দেয়। এ জন্য আগে থেকেই প্রস্তুতি নিতে হয়। দেশটির বৃত্তিগুলো হলো উপসালা ইউনিভার্সিটি স্কলারশিপ, সুইডিশ ইনস্টিটিউট স্কলারশিপ, কেটিএইচ রয়্যাল ইনস্টিটিউট অব টেকনোলজি স্কলারশিপ, ইরাসমাস মুন্ডাস জয়েন্ট মাস্টার্স ডিগ্রি। এ ছাড়া ভিসবি প্রোগ্রাম স্কলারশিপ, ব্লেকিঞ্জ ইনস্টিটিউট অব টেকনোলজি স্কলারশিপ প্রোগ্রাম, ইউনিভার্সিটি বোরাসের টিউশন ফি ওয়েভার, চালমিরস আইপিওইটি বৃত্তি, হালমস্ট্যাড বিশ্ববিদ্যালয় বৃত্তি, উমিয়া বিশ্ববিদ্যালয় বৃত্তি, স্টকহোম ইউনিভার্সিটি স্কলারশিপ স্কিম, স্কোভডে বিশ্ববিদ্যালয় বৃত্তি, মিড-সুইডেন ইউনিভার্সিটি টিউশন ফি স্কলারশিপ দেয় সুইডেন।

আইইএলটিএস ছাড়া পড়তে প্রয়োজনীয় কাগজপত্র—

*একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও সার্টিফিকেট

*ইংরেজি দক্ষতার প্রমাণ

*পাসপোর্ট

*স্টেটমেন্ট অব পারপাস (এসওপি)

*কারিকুলাম ভিটা (সিভি)

*রিকমেন্ডশন লেটার

*আর্থিক প্রমাণ

*আবেদনপত্র

আরও পড়ুন

স্টুডেন্ট ভিসার আবেদনপদ্ধতি

দীর্ঘ সময় পড়াশোনার জন্য এই ইইউ সদস্যরাষ্ট্রে অধ্যয়নের উদ্দেশ্যে রেসিডেন্স পারমিটের জন্য আবেদন করতে হবে। এই পারমিটে অধ্যয়নের জন্য ৩ মাস বা ৯০ দিনের বেশি সুইডেনে বসবাস করার অনুমতি লাভ করা যায়। এ ক্ষেত্রে মনে রাখা জরুরি যে এই পারমিট নিয়ে শেনজেনভুক্ত অন্য দেশে ভ্রমণ করা যাবে না। এ জন্য আলাদাভাবে স্বল্পমেয়াদি (৩ মাসের কম সময়ের জন্য) ভিসার আবেদন করতে হবে।

সুইডেনে উচ্চশিক্ষার জন্য রেসিডেন্স পারমিটের আবেদনের দ্রুততম ও সহজ উপায় হলো অনলাইনে আবেদন করা। এ জন্য এই লিংকে নতুন অ্যাকাউন্ট খুলে নিতে হবে। এরপর আবেদনপ্রক্রিয়ার সময় জরুরি নথিপত্রের স্ক্যান কপি আপলোড করতে হবে।

*বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন

আরও পড়ুন