স্কুলশিক্ষার্থীদের জন্য এআই শিক্ষা চালু করছে সংযুক্ত আরব আমিরাত

কিন্ডারগার্টেন পর্যায় থেকে সব ধরনের সরকারি স্কুলে আগামী শিক্ষাবর্ষে শুরু হচ্ছে এআই বিষয়ে পাঠদানছবি: এএফপি

প্রযুক্তিভিত্তিক নেতৃত্ব ধরে রাখার লক্ষ্য নিয়ে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) দেশের সব বয়সের স্কুলশিক্ষার্থীর জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)–বিষয়ক পাঠ্যক্রম চালু করতে যাচ্ছে। দেশটির কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। আজ সোমবার এই তথ্য জানিয়েছে এএফপি।

কিন্ডারগার্টেন পর্যায় থেকে সব ধরনের সরকারি স্কুলে আগামী শিক্ষাবর্ষে শুরু হচ্ছে এআই বিষয়ে পাঠদান। দুবাইয়ের শাসক ও আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম এই তথ্য জানিয়ে খুদে ব্লগ লেখার সাইট এক্সে একটি বার্তা দিয়েছেন।

গতকাল রোববার এক্সে দেওয়া ওই বার্তায় শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম বলেন, ‘আমাদের লক্ষ্য কারিগরি দৃষ্টিভঙ্গি অবলম্বনে শিশুদের এআইয়ের আদ্যোপান্ত সম্পর্কে জানানো এবং একই সঙ্গে তাদের এই নতুন প্রযুক্তির নৈতিক বিষয়গুলো সম্পর্কে অবগত করা। বর্তমান যুগে আমাদের দায়িত্ব হলো শিশুদের পরিবর্তিত বিশ্ব পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে পারা শেখানো।’

আরও পড়ুন

বিশ্বের অন্যতম বৃহৎ তেল রপ্তানিকারক দেশ সংযুক্ত আরব আমিরাত তাদের অর্থনীতিকে অপরিশোধিত জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে বৈচিত্র্যময় করতে এআইকে অন্যতম কৌশলগত খাত হিসেবে বেছে নিয়েছে। ২০১৭ সালে বিশ্বের প্রথম দেশ হিসেবে এআই মন্ত্রণালয় প্রতিষ্ঠা করে। ইতিমধ্যে উচ্চশিক্ষার জন্য রাজধানী আবুধাবিতে একটি এআই বিশ্ববিদ্যালয় স্থাপন করেছে দেশটি। এ বছরের ফেব্রুয়ারিতে আমিরাত তিন থেকে পাঁচ হাজার কোটি ইউরো খরচে ফ্রান্সে একটি সুবিশাল এআই ডেটা সেন্টার নির্মাণের অঙ্গীকারও করেছে।

আরও পড়ুন