১০ বছর পর পশ্চিমবঙ্গের উচ্চমাধ্যমিকের সিলেবাসে পরিবর্তন
১০ বছর পর পরিবর্তন হতে যাচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উচ্চমাধ্যমিকের পাঠ্যক্রম বা সিলেবাস। সর্বভারতীয় বোর্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন সিলেবাস (পাঠক্রম) তৈরি করা হচ্ছে বলে জানিয়েছে রাজ্যের উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।
উচ্চমাধ্যমিকের সিলেবাসে সব শেষ পরিবর্তন করা হয়েছিল ২০১২-১৩ সালে। এই ১০ বছরের মধ্য পড়াশোনায় অনেক পরিবর্তন এসেছে। কিন্তু পরিবর্তন হয়নি উচ্চমাধ্যমিকের সিলেবাসে বা প্রশ্নপত্রের ধরনে। তাই পরিবর্তনের উদ্যোগ নিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। সিলেবাস পরিবর্তনের জন্য প্রতিটি বিষয়ের সাবকমিটি গঠন করা হয়েছে।
উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেছেন, সময়ের সঙ্গে তাল মিলিয়ে সিলেবাস পরিবর্তন করা হচ্ছে। সিলেবাস পরিবর্তন করার সময় এনসিআরটি (ন্যাশনাল কাউন্সিল অব এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং), অর্থাৎ সিবিএসইর (সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন) পরামর্শকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। জাতীয় স্তরের যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় পশ্চিমবঙ্গের শিক্ষার্থীরা যেন পিছিয়ে না পড়েন, তাই সিবিএসই সিলেবাসের সঙ্গে সংগতি রেখে নতুন পাঠ্যক্রম তৈরি করা হচ্ছে।
বর্তমানে পশ্চিমবঙ্গে উচ্চমাধ্যমিক (একাদশ ও দ্বাদশ) ক্লাসে ৬০টি বিষয় পড়ানো হয়। এর মধ্যে ১৩টি ভোকেশনাল বিষয়। উচ্চমাধ্যমিকের পাঠ্যক্রম পরিবর্তন হলেও ভোকেশনাল বিষয়ে কোনো পরিবর্তন করা হচ্ছে না। ৬০টি বিষয় পড়ানো হলেও ৪৭টি বিষয়ের পাঠ্যক্রম পরিবর্তন করা হবে। ভোকেশনাল বিষয়ের পাঠ্যক্রম তৈরি করে ভোকেশনাল কাউন্সিল।
শিক্ষা সংসদের পক্ষে বলা হয়েছে, ৪৭টি বিষয়ভিত্তিক সাবকমিটি গঠন করা হয়েছে। কমিটি সদস্য চারজন। প্রতিটি বিষয়ের জন্য একজন বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ শিক্ষক, কলেজ থেকে একজন বিশেষজ্ঞ শিক্ষক এবং স্কুল স্তর থেকে দুজন বিশেষজ্ঞ শিক্ষক নেওয়া হচ্ছে। বিষয়ভিত্তিক চারজন করে বিশেষজ্ঞকে নেওয়া হলেও বিশেষ বিষয়ের ক্ষেত্রে এ সংখ্যা বাড়তে পারে।
শুধু যে পাঠ্যক্রম বা প্রশ্নপত্রেরই পরিবর্তন আনা হচ্ছে তা নয়, ২০২৪ সাল থেকে পরিবর্তন আসছে পরীক্ষাব্যবস্থারও। একাদশ ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা সেমিস্টার সিস্টেমে গ্রহণ করা হবে। নতুন যে পাঠ্যক্রম তৈরি হবে, তা একাদশ ও দ্বাদশ শ্রেণির দুটি করে সেমিস্টারে ভাগ করা হবে। সরকারের অনুমোদন পেলেই ২০২৪ সাল থেকে পরীক্ষাব্যবস্থা ও সিলেবাস নবরূপে সেজে উঠবে। তথ্যসূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস