এনআইএমএস বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডিগ্রি পেলেন সবুর খান

বেসরকারি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. সবুর খানকে ভারতের জয়পুরের এনআইএমএস বিশ্ববিদ্যালয় গত সোমবার (২৭ জানুয়ারি) অনুষ্ঠিত বিশেষ সমাবর্তনে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে। শিক্ষা, উদ্যোক্তা উন্নয়ন ও নেতৃত্বে মো. সবুর খানের অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানসূচক এ ডিগ্রি প্রদান করা হয়। সমাবর্তন অনুষ্ঠানে মেক্সিকো সিইটিওয়াইএস ইউনিভার্সিটির প্রেসিডেন্ট ফার্নান্দো লিওন-গার্সিয়া, জর্জিয়ার ককেশাস ইউনিভার্সিটির প্রেসিডেন্ট কাখা শেঙ্গেলিয়া ও ভারতের এনআইএমএস বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও অধ্যাপক বলভীর এস তোমার–সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মো. সবুর খান ২০২৩-২৪–এর জন্য এশিয়া ও প্যাসিফিকের বিশ্ববিদ্যালয়গুলোর সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি কয়েকটি জাতীয় ও আন্তর্জাতিক সংগঠনের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিজ অব বাংলাদেশের (এপিইউবি) চেয়ারম্যান, ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টসের (আইএইউপি) ট্রেজারার-ইলেক্ট ও স্থায়ী কমিটির সদস্য এবং এইউএপির উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান।

সমাবর্তন অনুষ্ঠানে প্রতিক্রিয়ায় ড. সবুর খান এই স্বীকৃতির জন্য এনআইএমএস বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব গভর্নরদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এ স্বীকৃতি শুধু একটি ব্যক্তিগত মাইলফলকই নয়; বরং এটি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উদ্ভাবন, উদ্যোক্তা উন্নয়ন ও শিক্ষায় উৎকর্ষ ড্রাইভিংয়ে সম্মিলিত প্রচেষ্টার একটি প্রমাণ। বিজ্ঞপ্তি

আরও পড়ুন