বাংলাদেশিদের ফেলোশিপ দিচ্ছে অক্সফাম, আবেদন শেষ কাল

৬ মাস মেয়াদি ইয়ুথ ফেলোশিপ প্রোগ্রামে স্নাতকোত্তরে পড়ুয়া বাংলাদেশি শিক্ষার্থীরা আবেদন করতে পারবেনফাইল ছবি প্রথম আলো

আন্তর্জাতিক সংস্থা অক্সফাম ইন বাংলাদেশ ৬ মাস মেয়াদি ইয়ুথ ফেলোশিপ প্রোগ্রামের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। স্নাতকোত্তরে পড়ুয়া বাংলাদেশি শিক্ষার্থীরা এ ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ১৪ জানুয়ারি ২০২৪।

আবেদনের যোগ্যতা—

ফিশারিজ, আন্তর্জাতিক সম্পর্ক, ভূগোল, দুর্যোগ ব্যবস্থাপনা, সমুদ্রবিদ্যা, আইন, সমাজবিজ্ঞান, নৃবিজ্ঞান বা অন্য কোনো প্রাসঙ্গিক বিষয়।

আরও পড়ুন

আবেদনে যা যা লাগবে—

*আবেদনকারীর জীবনবৃত্তান্ত

*একটি মোটিভেশনাল লেটার লিখতে হবে। সর্বোচ্চ ১৫০০ শব্দের মধ্যে একটি প্রস্তাব লিখতে হবে। প্রস্তাবনায় আবেদনকারী Terms of Reference (ToR)-এর ভিত্তিতে একটি বিষয় নির্বাচন করবেন এবং সেই বিষয়ের ওপর সমস্যার বিবৃতি, সমাধান, বাস্তবায়ন পরিকল্পনা ও বাজেট অন্তর্ভুক্ত থাকবে।

আরও পড়ুন

সুযোগ-সুবিধা—

ফেলোরা প্রকল্প বাস্তবায়নের জন্য গবেষণার সব খরচসহ ১ লাখ ৫০ হাজার টাকা পাবেন। এ ছাড়া নির্বাচিত গবেষণা নিবন্ধগুলো আঞ্চলিক ও বৈশ্বিক প্ল্যাটফর্মে প্রচার করবে সংস্থাটি।

আবেদনের বিস্তারিত তথ্য পাওয়া যাবে এই লিংকে

আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন