১০০ কোটি ব্যবহারকারী মাসে অন্তত একবার টিকটকে লগইন করেন

টিকটকে দ্রুত বাড়ছে ব্যবহারকারী
এএফপি ফাইল ছবি

১০০ কোটি মাসিক সক্রিয় ব্যবহারকারীর মাইলফলক পেরোল টিকটক। গত বছরের জুলাইয়ের চেয়ে পরিমাণটি প্রায় ৪৫ শতাংশ বেশি বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে খুদে ভিডিও শেয়ার করার প্ল্যাটফর্মটি। মাসে অন্তত একবার লগইন করলে তাঁকে মাসিক সক্রিয় ব্যবহারকারী হিসেবে গণ্য করা হয়।

টিকটকের সবচেয়ে বড় বাজারগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, ইউরোপ, ব্রাজিল এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো। যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশের নিয়ন্ত্রক সংস্থার চাপ থাকা সত্ত্বেও টিকটকে কয়েক বছর ধরে ব্যবহারকারীর সংখ্যা দ্রুত বাড়তে থাকে।

২০১৮ সালের জানুয়ারিতে বিশ্বব্যাপী সাড়ে পাঁচ কোটি ব্যবহারকারী থাকার কথা এর আগে জানিয়েছিল প্রতিষ্ঠানটি। সংখ্যাটি সে বছর ডিসেম্বরের মধ্যে ২৭ কোটি ১০ লাখ, ২০১৯ সালের ডিসেম্বরের মধ্যে ৫০ কোটি ৮০ লাখ এবং চলতি বছরের জুলাইয়ের মধ্যে ৬৮ কোটি ৯০ লাখে পরিণত হয়।

২০২০ সালে মানুষ সবচেয়ে বেশিবার ডাউনলোড করেছে টিকটক অ্যাপ
রয়টার্স ফাইল ছবি

অন্যদিকে সর্বশেষ আর্থিক প্রতিবেদন অনুযায়ী, গত জুনের শেষে ফেসবুকে মাসিক সক্রিয় ব্যবহারকারীর পরিমাণ ছিল ২৯০ কোটি।

২০২০ সালে ফেসবুককে হটিয়ে এক বছরে বিশ্বব্যাপী সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া অ্যাপে পরিণত হয়েছিল টিকটক। ২০২০ সালের আগস্টের মধ্যে অ্যাপটির বৈশ্বিক ডাউনলোডের পরিমাণ ২০০ কোটি ছাড়িয়ে যায় বলে জানানো হয়েছিল সে সময়।

টিকটকের মালিক চীনা টেক জায়ান্ট বাইটডান্স। চলতি বছরে বাইটডান্সের প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) শোজি চিউকে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়।