এইচএসসি ২০২২ - হিসাববিজ্ঞান ১ম পত্র | অধ্যায় ২ : বহুনির্বাচনি প্রশ্ন (৩১-৪০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ২

৩১. ভবিষ্যতে সেবা প্রদানের জন্য অগ্রিম গ্রহণ করা হলে কোন হিসাবকে ক্রেডিট করতে হবে?

ক. অর্জিত সেবা আয়

খ. প্রাপ্ত সেবা আয়

গ. অনুপার্জিত সেবা আয়

ঘ. প্রাপ্য হিসাব

৩২. পুরোনো আসবাবপত্র মেরামত বাবদ মজুরি প্রদান করা হলে কোন হিসাবটি ডেবিট হবে?

ক. মেরামত খ. মজুরি

গ. আসবাবপত্র ঘ. বিবিধ খরচ

৩৩. ডেবিট নোটের সাহায্যে কী লেখা হয়?

ক. বিক্রয় ফেরত

খ. ক্রয় ফেরত

গ. দৈনিক ক্রয় জাবেদা

ঘ. দৈনিক বিক্রয় জাবেদা

৩৪. ধারে ক্রয়কৃত পণ্য ফেরত সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ করা হয় কোনটিতে?

ক. ডেবিট ভাউচারে

খ. ক্রেডিট ভাউচারে

গ. ক্রয়ফেরত জাবেদায়

ঘ. ক্রেডিট নোটে

৩৫. আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পায় কোনটি?

ক. ক্রয়-বিক্রয় হিসাব

খ. লাভ-লোকসান হিসাব

গ. একতরফা দাখিলা পদ্ধতি

ঘ. দুতরফা দাখিলা পদ্ধতি

৩৬. কোনটি হিসাব চক্রের প্রথম ধাপ?

ক. জাবেদা

খ. লেনদেন শনাক্তকরণ

গ. খতিয়ান

ঘ. রেওয়ামিল

৩৭. হিসাবচক্রের কোন ধাপগুলোর কাজ সারা বছর চলমান থাকে?

ক. সাধারণ জাবেদা, সমন্বয় জাবেদা, খতিয়ান

খ. লেনদেন শনাক্তকরণ, সাধারণ জাবেদা, খতিয়ান

গ. লেনদেন শনাক্তকরণ, সমন্বয় জাবেদা, খতিয়ান

ঘ. সাধারণ জাবেদা, খতিয়ান রেওয়ামিল

৩৮. কোনটি হিসাব প্রক্রিয়ার আবশ্যকীয় কাজ নয়?

ক. লেনদেন লিপিবদ্ধকরণ

খ. শ্রেণিবিন্যাসকরণ

গ. কার্যপত্র প্রস্তুত

ঘ. আর্থিক বিবরণী প্রস্তুত

৩৯. জাবেদার অপরিহার্য বিষয় কী?

ক. ব্যাখ্যা খ. শিরোনাম

গ. সমষ্টি নির্ণয় ঘ. ক্রমিক নম্বর

৪০. বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয় করা হলে নিচের কোন হিসাবটি ডেবিট হবে?

ক. আসবাবপত্র খ. ক্রয়

গ. অফিস সরঞ্জাম ঘ. সম্পত্তি

সঠিক উত্তর

অধ্যায় ২: ৩১.গ ৩২.ক ৩৩.খ ৩৪.গ ৩৫.ঘ ৩৬.খ ৩৭.খ ৩৮.গ ৩৯.ক ৪০.খ

মোহাম্মদ জয়নাল আবেদীন, প্রভাষক, সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০) | বহুনির্বাচনি প্রশ্ন (৪১-৫০) ▶