অধ্যায় ১
৮. বাংলাদেশের দেউলিয়া আইন কখন পাশ হয়?
ক. ১৯৯৯ খ. ১৯৯৭
গ. ১৯৯৮ ঘ. ২০০৭
৯. ১ টাকা ও ২ টাকার নোটকে কী বলা হয়?
ক. ব্যাংক নোট খ. সাচিবিক নোট
গ. সরকারি নোট ঘ. বেসরকারি নোট
১০. Asian Development Bank (ADB) এর সদর দপ্তর কোথায়?
ক. ঢাকায় খ. যুক্তরাষ্ট্রে
গ. জেনেভায় ঘ. ম্যানিলায়
১১. বিশ্বের প্রতিষ্ঠিত প্রথম ব্যাংকের নাম কী ও প্রতিষ্ঠা কত সালে?
ক. শান্সী ব্যাংক, খৃঃপূর্ব ৬০০ খ. ব্যাংক অব ইংল্যান্ড ১৬৯৪
গ. ব্যাংক অব বার্সিলোনা ১৪০১
ঘ. ব্যাংক অব সুইজারল্যান্ড ১৫০০
১২. বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক কোনটি?
ক. হাবীব ব্যাংক খ. ইসলামী ব্যাংক
গ. এবি ব্যাংক ঘ. উত্তরা ব্যাংক
১৩. উপমহাদেশের ১ম মুসলিম মালিকানায় ব্যাংক কোনটি?
ক. মুসলিম কমার্শিয়াল ব্যাংক খ. হাবিব ব্যাংক
গ. ইসলামী ব্যাংক
ঘ. উত্তরা ব্যাংক
১৪. শাখা ব্যাংকের উৎপত্তি কোথায়?
ক. যুক্তরাষ্ট্র খ. যুক্তরাজ্য
গ. ফ্রান্স ঘ. ইন্ডিয়া
১৫. আইডিবি কোন ধরনের ব্যাংক?
ক. আঞ্চলিক ব্যাংক
খ. শাখা ব্যাংক
গ. গোষ্ঠী ঊন্নয়ন ব্যাংক
ঘ. একক ব্যাংক
সঠিক উত্তর
অধ্যায় ১: ৮. খ ৯. গ ১০. ঘ ১১. ক ১২. গ
১৩. খ ১৪. খ ১৫. গ
নির্মল ইন্দু সরকার, সাবেক প্রভাষক, সেন্ট গ্রেগরি হাইস্কুল অ্যান্ড কলেজ, ঢাকা