বাগান: কানন, উদ্যান।

ছেলে: দুলাল, পুত্র।

ফুরসত: অবকাশ, ছুটি।

রানি: সম্রাজ্ঞী, বেগম।

স্বাদ: সুস্বাদু, অমৃত।

হুকুম: আদেশ, ফরমাশ।

পথিক: পথচারী, যাত্রী।

বৃদ্ধ: বয়স্ক, বুড়ো।

তৃষ্টা: তৃষ্ণা, পিপাসা।

চমৎকার: সুন্দর, মার্জিত।

জল: পানি, বারি, নীর।

গাঁ: গ্রাম, পল্লি।

শান্ত: নীরব, ধীর, স্থির।

স্নেহ: মায়া, মমতা।

ধরা: পৃথিবী, জগৎ।

ফুল: পুষ্প, প্রসূন।

নগর: শহর, গঞ্জ।

রাস্তা: পথ, অভিমুখ।

নিদর্শন: প্রমাণ, চিহ্ন।

মাটি: ভূপৃষ্ঠ, মৃত্তিকা।

বসতি: আবাস, ঘর।

প্রত্নতাত্ত্বিক: পুরোনো সম্বন্ধীয়, প্রাচীন তত্ত্ববিদ।

চরণ: পা, পদ।

হাত: হস্ত, বাহু।

শির: মাথা, মস্তক।

বাদশাহ: সম্রাট, রাজা।

বাবা: জনক, পিতা।

জগৎ: পৃথিবী, দুনিয়া।

কপাল: ললাট, ভাগ্য।

উদগ্রীব: আগ্রহী, ব্যাকুল।

সংগ্রাম: লড়াই, যুদ্ধ।

বাকি অংশ ছাপা হবে আগামীকাল


খন্দকার আতিক, শিক্ষক
উইল্​স লিট্​ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা