অধ্যায় ১
১১১. আসবাব বিক্রয় ৫ হাজার টাকা বিক্রয় হিসাবে ক্রেডিট করা হয়েছে। এ ক্ষেত্রে কোন ধরনের ভুল হয়েছে?
ক. বাদ পড়ার ভুল
খ. লেখার ভুল
গ. পরিপূরক ভুল
ঘ. নীতিগত ভুল
১১২. যন্ত্রপাতি মেরামত খরচ ২ হাজার টাকা মজুরি হিসাবে ডেবিট করা হলো। এটি কোন ধরনের ভুল?
ক. বাদ পড়ার খ. নীতিগত
গ. লেখার ঘ. পরিপূরক
১১৩. কলকব্জা মেরামত ৩ হাজার ৫০০ টাকা মেরামত খরচে ডেবিট না করে কলকব্জা হিসাবকে ডেবিট করেছে। এটি কী ধরনের ভুল?
ক. পরিপূরক ভুল
খ. বেদাখিলার ভুল
গ. নীতিগত ভুল
ঘ. বাদ পড়ার ভুল
১১৪. রেওয়ামিলে অনিশ্চিত হিসাব নির্দেশ করে—
i. ডেবিট উদ্বৃত্ত
ii. ক্রেডিট উদ্বৃত্ত
iii. ডেবিট ও ক্রেডিট দিকের পার্থক্য
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১১৫. প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার দক্ষতা ও সার্বিক অবস্থা মূল্যায়নের অন্যতম ভিত্তি কোনটি?
ক. নগদান বই খ. ব্যাংক বিবরণী
গ. আর্থিক বিবরণী ঘ. সাধারণ জাবেদা
১১৬. কোন আন্তর্জাতিক হিসাবমান অনুযায়ী আর্থিক বিবরণী প্রস্তুত করা হয়?
ক. IAS-01 অনুযায়ী
খ. IAS-02 অনুযায়ী
গ. IAS-03 অনুযায়ী
ঘ. IAS-04 অনুযায়ী
১১৭. নিচের কোনটি তরল সম্পদ?
ক. সুনাম খ. নগদ টাকা
গ. জমি ঘ. দালানকোঠা
১১৮. প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা জানার কাঠামোবদ্ধ সুশৃঙ্খল ধারাবাহিক প্রক্রিয়া কোনটি?
ক. খতিয়ান
খ. নগদান বই
গ. আর্থিক বিবরণী
ঘ. উৎপাদন ব্যয় বিবরণী
১১৯. আর্থিক অবস্থার বিবরণী আগে কী নামে পরিচিত ছিল?
ক. আর্থিক বিবরণী
খ. উদ্বর্তপত্র
গ. সম্পদ ও দায় বিবরণী
ঘ. আর্থিক অবস্থার বিবরণী
১২০. IAS-01 অনুযায়ী আর্থিক বিবরণীর ধাপ কয়টি
ক. ৮টি খ. ৭টি
গ. ৬টি ঘ. ৫টি
সঠিক উত্তর
১১১.ঘ ১১২.ঘ ১১৩.গ ১১৪.গ ১১৫.গ ১১৬.ক ১১৭.খ ১১৮.গ ১১৯.খ ১২০.ঘ
মুহাম্মদ আলী, সিনিয়র শিক্ষক, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা