এইচএসসি ২০২৩ - সমাজকর্ম ২য় পত্র | অধ্যায় ৪ : বহুনির্বাচনি প্রশ্ন (৩১-৪০)
পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
অধ্যায় ৪
৩১. স্থায়ী সামাজিক সংগঠন হিসেবে নিচের কোনটি অধিক যুক্তিযুক্ত?
ক. বিবাহ খ. পরিবার
গ. আইএলও ঘ. ইউনেসকো
৩২. পরিবারের সদস্যদের মধ্যে কোন বিষয়টির উপস্থিতির কারণে পরিবার দীর্ঘস্থায়ী হয়?
ক. ব্যক্তিগত বন্ধন খ. দলীয় বন্ধন
গ. সামাজিক বন্ধন ঘ. রক্তের বন্ধন
৩৩. প্রতিটি পরিবারই কোন ধরনের সম্পর্কের জটিল জাল?
ক. হৃদয়গ্রাহী খ. আন্তমানবিক
গ. নৈসর্গিক ঘ. সামাজিক
৩৪. খাদ্য মানুষের মৌলিক চাহিদা পূরণ করে, তেমনি বিবাহের ক্ষেত্রে যে ধরনের চাহিদা পূরণ হয়—
i. জৈবিক ii. মনস্তাত্ত্বিক
iii. সামাজিক
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৩৫ থেকে ৩৭ নম্বর প্রশ্নের উত্তর দাও।
সেলিম ও মীনা অনেক দিন ধরে দুজন দুজনকে পছন্দ করলেও একসঙ্গে থাকতে পারেনি। কিন্তু আজ তারা একই সঙ্গে বসবাস করার স্বীকৃতি পেল।
৩৫. সেলিম ও মীনা কিসের কারণে একই সঙ্গে বসবাস করার স্বীকৃতি পেল?
ক. সামাজিক রীতির খ. বিবাহের
গ. নিয়মের ঘ. বয়সের
৩৬. উক্ত প্রথার মাধ্যমে কোনটির সৃষ্টি হয়—
ক. পরিবার খ. সমাজ
গ. রাষ্ট্র ঘ. সত্যতা
৩৭. উক্ত প্রথার কার্যাবলি হলো—
i. যৌন চাহিদা পূরণ
ii. পরিবারের সূচনা
iii. বংশের ধারা বজায় রাখা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৮. আমাদের দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে নিচের কোনটি অধিক উপযোগী?
ক. পশু পালন খ. হাঁস–মুরগি পালন
গ. মাছ চাষ ঘ. কুটির শিল্প
৩৯. গ্রামীণ অর্থনীতির মূল চালিকা শক্তি কোনটি?
ক. শিক্ষিত পরিবার খ. অশিক্ষিত পরিবার
গ. যৌথ পরিবার ঘ. কৃষি পরিবার
৪০. সায়মন দুই বছরের শিশু। সায়মনের জীবনের শ্রেষ্ঠ শিক্ষক কে?
ক. তার মা খ. তার বাবা
গ. তার ভাই ঘ. তার বোন
সঠিক উত্তর
অধ্যায় ৪: ৩১.খ ৩২.ঘ ৩৩.খ ৩৪.ক ৩৫.খ ৩৬.ক ৩৭.ঘ ৩৮.ঘ ৩৯.ঘ ৪০.ক
মাহমুদ বিন আমিন, প্রভাষক, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, ঢাকা