এসএসসি ২০২২ - হিসাববিজ্ঞান | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন (৫১-৬০)
পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
অধ্যায় ১
৫১. মূলধনজাতীয় ব্যয়ের ফলে সম্পত্তি—
ক. বাড়ে খ. কমে
গ. মোটেই থাকে না ঘ. অপচয়প্রাপ্ত হয়
উদ্দীপকটি পড়ে ৫২ ও ৫৩ নম্বর প্রশ্নের উত্তর দাও।
জনি ২ লাখ টাকা মূল্যের যন্ত্রপাতি ক্রয় করে শুল্ক বাবদ ১০ হাজার টাকা এবং বহন বাবদ ৫ হাজার টাকা ব্যয় করেন। পরবর্তী সময় তিনি যন্ত্রপাতিগুলো ২ লাখ ৫০ হাজার টাকায় বিক্রয় করেন।
৫২. যন্ত্রপাতি হিসাব কত টাকা লিপিবদ্ধ করতে হবে?
ক. ২ লাখ ৫০ হাজার খ. ২ লাখ ১৫ হাজার
গ. ২ লাখ ২০ হাজার ঘ. ২ লাখ ৫ হাজার
৫৩. মূলধনজাতীয় প্রাপ্তির পরিমাণ কত?
ক. ২ লাখ ৫০ হাজার খ. ২ লাখ ১৫ হাজার
গ. ২ লাখ ২০ হাজার ঘ. ২ লাখ ৫ হাজার
৫৪. কোনটি অন্য তিনটি হতে ভিন্ন?
ক. শিক্ষানবিশ ভাতা খ. শিক্ষানবিশ সেলামি
গ. বিমা সেলামি ঘ. খাজনা ও কর
৫৫. নিচের কোনটি মুনাফাজাতীয় আয়?
ক. পণ্য বিক্রয় খ. শেয়ার বিক্রয়
গ. ঋণ গ্রহণ ঘ. ব্যাংক সুদ ধার্য
৫৬. কোনটি মুনাফাজাতীয় প্রাপ্তি?
ক. শিক্ষানবিশ সেলামি খ. সম্পত্তি বিক্রয়লব্ধ অর্থ
গ. ব্যাংক থেকে গৃহীত ঋণ ঘ. কমিশন
৫৭. আলিফ একজন ল্যাপটপ বিক্রেতা। তিনি ব্যবসায়ের জন্য ল্যাপটপ ক্রয় করেন। উক্ত ক্রয় কোন ধরনের ব্যয়?
ক. মুনাফাজাতীয় ব্যয়
খ. মূলধনজাতীয় ব্যয়
গ. বিলম্বিত মুনাফাজাতীয় ব্যয়
ঘ. স্থায়ী ব্যয়
৫৮. মুনাফাজাতীয় ব্যয় কোনটি?
ক. যন্ত্রপাতির আমদানি শুল্ক
খ. যন্ত্রপাতির পরিবহন
গ. যন্ত্রপাতির সংস্থাপন
ঘ. যন্ত্রপাতির অবচয়
৫৯. কোনটি মুনাফাজাতীয় ব্যয়?
ক. যন্ত্রপাতি ক্রয় খ. যন্ত্রপাতি বসানোর খরচ
গ. যন্ত্রপাতি মেরামত ঘ. যন্ত্রপাতি বিক্রয়
৬০. আগুনে বিনষ্ট পণ্য কোন জাতীয় ব্যয়?
ক. মূলধনজাতীয় ব্যয়
খ. বিলম্বিত মুনাফাজাতীয় ব্যয়
গ. মুনাফাজাতীয় ব্যয়
ঘ. মোট ব্যয়
সঠিক উত্তর: ৫১.ক ৫২.খ ৫৩.ক ৫৪.খ ৫৫.ক ৫৬.ক ৫৭.ক ৫৮.ঘ ৫৯.গ ৬০.গ
মুহাম্মদ আলী, সিনিয়র শিক্ষক, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা