এইচএসসি ২০২২ - বাংলা ২য় পত্র | বাক্য শুদ্ধ করে লেখো (১৬-২০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

বাক্য শুদ্ধ করে লেখো

১৬। অশুদ্ধ: মুমূর্ষ ব্যক্তিটির প্রতি সকলেরই সহানুভূতি ছিল।

শুদ্ধ: মুমূর্ষু লোকটির জন্য সবারই সহানুভূতি ছিল।

১৭। অশুদ্ধ: যেই সব ছাত্রেরা পরীক্ষা দেয় নাই তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে।

শুদ্ধ: যেসব ছাত্র পরীক্ষা দেয়নি, তাদের শাস্তি দেওয়া হয়েছে।

১৮। অশুদ্ধ: তিনি আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভাষণ দেবেন।

শুদ্ধ: তিনি আজ ভিডিও কনফারেন্সে ভাষণ দেবেন।

১৯। অশুদ্ধ: যাবতীয় লোকসমূহ সভায় উপস্থিত ছিল।

শুদ্ধ: যাবতীয় লোক সভায় উপস্থিত ছিল।

১৯। অশুদ্ধ: রোগের বৃদ্ধি পেয়েছে।

শুদ্ধ: রোগ বৃদ্ধি পেয়েছে।

মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

◀ বাক্য শুদ্ধ করে লেখো (১১-১৫)