এইচএসসি ২০২২ - বাংলা ২য় পত্র | বাক্য শুদ্ধ করে লেখো (১১-১৫)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

বাক্য শুদ্ধ করে লেখো

১১। শুদ্ধ: বিদ্বানকে সবাই শ্রদ্ধা করে।

অশুদ্ধ: বিপদ হতে সতর্ক থাকিও।

১২। শুদ্ধ: বিপদ হতে সতর্ক থেকো।

অশুদ্ধ: বিপদগ্রস্ত হয়ে তিনি আজ এসেছিলেন।

১৩। শুদ্ধ: বিপদগ্রস্ত হয়ে তিনি আজ এসেছেন।

অশুদ্ধ: বিগত পরীক্ষায় প্রথম হওয়ার জন্যে সে চেষ্টা করতেছে।

১৪। শুদ্ধ: বিগত পরীক্ষায় সে প্রথম হওয়ার জন্য চেষ্টা করেছিল।

অশুদ্ধ: মাদকাশক্তি ভালো নয়।

১৫। শুদ্ধ: মাদকাসক্তি ভালো নয়।

অশুদ্ধ: মুমূর্ষ ব্যক্তিটির প্রতি সকলেরই সহানুভূতি ছিল।

মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

◀ বাক্য শুদ্ধ করে লেখো (৬-১০)