এইচএসসি ২০২২ - ভূগোল ২য় পত্র | অধ্যায় ৬ : বহুনির্বাচনি প্রশ্ন (৯১-১০০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ৬

৯১. বাংলাদেশে কয়টি সার কারখানা আছে?

ক. ৫ খ. ৬

গ. ৭ ঘ. ৮

৯২. রাজশাহী বিভাগে কয়টি চিনির কল আছে?

ক. ৩ খ. ৪

গ. ৫ ঘ. ৬

৯৩. বাংলাদেশে কয়টি সিমেন্ট কারখানা আছে?

ক. ৯ খ. ১০

গ. ১১ ঘ. ১২

৯৪. মালয়েশিয়ার রাবার কোন দেশের রাবার শিল্পে ব্যবহৃত হয়?

ক. জাপান খ. ইন্দোনেশিয়া

গ. যুক্তরাষ্ট্র ঘ. নরওয়ে

৯৫. বাংলাদেশে প্রথম কাগজের কল প্রতিষ্ঠিত হয় কত সালে?

ক. ১৯৪৩ সালে খ. ১৯৫৩ সালে

গ. ১৯৬৩ সালে ঘ. ১৯৭৩ সালে

৯৬. পাটশিল্পের জন্য বিশ্ববিখ্যাত ছিল কোন শহর?

ক. টাঙ্গাইল খ. ফরিদপুর

গ. নরসিংদী ঘ. নারায়ণগঞ্জ

৯৭. জাপানের প্রধান প্রধান লৌহ ইস্পাতকেন্দ্রগুলো—

i. কিউসু দ্বীপের ইয়াওয়াটায়

ii. হোনসুর কামাইসিতে

iii. ইয়োকোহামায়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৯৮. কাঁচামাল হিসেবে তিতাস গ্যাস ব্যবহৃত হয়—

i. পলাশ ইউরিয়া সার কারখানায়

ii. যমুনা সার কারখানায়

iii. ফেঞ্চুগঞ্জ সার কারখানায়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৯৯. সিমেন্টশিল্পে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়—

i. চুনাপাথর

ii. কাদা

iii. ম্যাঙ্গানিজ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১০০. বাংলাদেশে কয়টি কাগজের মিল আছে?

ক. ৩১ খ. ৩২

গ. ৩৩ ঘ. ৩৪

সঠিক উত্তর

অধ্যায় ৬: ৯১.গ ৯২.ঘ ৯৩.ঘ ৯৪.গ ৯৫.খ ৯৬.ঘ ৯৭.ঘ ৯৮.ঘ ৯৯.খ ১০০.গ

মো. শাকিরুল ইসলাম, প্রভাষক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (৮১-৯০)