ইংরেজি - সপ্তম শ্রেণি

সপ্তম শ্রেণির পড়াশোনা

Have You Filled a Bucket Today?

Read the story “Have You Filled A Bucket Today?”.

Many bucket dippers have an empty bucket. They think that they can fill their own bucket by dipping into someone else’s. But that will never work. You never fill your own bucket when you dip into someone else’s. But guess what, when you fill someone’s bucket, you fill your own bucket too! You feel good when you help others feel good. You feel sad and lonely when your bucket is empty. All-day long, we are either filling up or dipping into each other’s buckets by what we say and what we do. Try to fill a bucket and see what happens. You love your mom and dad. Why not tell them you love them?

আরও পড়ুন

অনেক বালতি–ডুবুরির নিজের বালতি খালি থাকে। তারা মনে করে যে তারা অন্য কারোর বালতি থেকে নিয়ে তাদের নিজের বালতি পূরণ করতে পারে। কিন্তু সেটা কখনোই কাজ করবে না। তুমি যখন অন্যের বালতির মধ্যে থেকে নাও, তাহলে কখনোই নিজের বালতি পূরণ করতে পারবে না। কিন্তু অনুমান করে দেখো, তুমি যখন কারও বালতি পূরণ করো, তখন নিজের বালতিও পূরণ করো! তুমি যখন অন্যদের ভালো বোধ করতে সাহায্য করো, তখন তুমিও ভালো বোধ করো। তোমার বালতি খালি হলে তুমি দুঃখিত এবং একাকী বোধ করো। সারা দিন ধরে, আমরা যা বলি এবং যা করি তার দ্বারা হয় আমরা একে অপরের বালতি ভর্তি করি নয়তো একে অপরের বালতি থেকে নিয়ে নেই। একটি বালতি পূরণ করার চেষ্টা করো এবং দেখো কী হয়। তুমি তোমার মা–বাবাকে ভালোবাসো। কেন তাদের বলোনা, তুমি তাদের ভালোবাসো?

ইকবাল খান, প্রভাষক, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা

[পরবর্তী দিনের লেখা]

আরও পড়ুন