এসএসসি ২০২২ - হিসাববিজ্ঞান | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ১

১. ‘লেনদেন’ শব্দটির আভিধানিক অর্থ কোনটি?

ক. প্রতিদান খ. মূল্যের আদান–প্রদান

গ. ভাববিনিময় ঘ. গ্রহণ ও প্রদান

২. প্রতিটি লেনদেনে কমপেক্ষ কয়টি হিসাব থাকে?

ক. ১টি খ. ২টি

গ. ৩টি ঘ. ৪টি

৩. লেনদেন বলতে কী বোঝায়?

ক. দেনা–পাওনা খ. একটি হিসাব

গ. পণ্য হিসাব ঘ. অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য

৪. হিসাবরক্ষণের মূল ভিত্তি কোনটি?

ক. লেনদেন

খ. জাবেদাভুক্তকরণ

গ. খতিয়ানভুক্তকরণ

ঘ. আর্থিক বিবরণী প্রস্তুতকরণ

৫. অর্থ–সম্পর্কীয় ঘটনা থেকে উৎপত্তি—

ক. হিসাবের খ. লেনদেনের

গ. ব্যবসায়ের ঘ. ওপরের সব কটি

৬. ‘প্রতিটি লেনদেনই দুটি পক্ষ থাকতে হবে’—এটা লেনদেনের কোন বৈশিষ্ট্য?

ক. দৃশ্যমানতা খ. স্বয়ংসম্পূর্ণ

গ. দ্বৈতসত্তা খ. স্বতন্ত্র

৭. প্রতিটি লেনদেন প্রভাবিত করে—

i. দুটি হিসাব খাতকে

ii. হিসাব সমীকরণকে

iii. আর্থিক অবস্থাকে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৮. প্রতিটি লেনদেন হতে পারে—

i. দৃশ্যমান

ii. অদৃশ্যমান

iii. টাকার অঙ্কে পরিমাপযোগ্য

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৯. সব ধরনের ঘটনা—

ক. জাবেদা খ. খতিয়ান

গ. লেনদেন ঘ. লেনদেন নয়

১০. ‘প্রত্যেক লেনদেন ঘটনা, কিন্তু সব ঘটনা লেনদেন নয়’—এটিকে নিচের কোনটি বলা হয়?

ক. লেনদেন

খ. ঘটনা

গ. লেনদেনের বৈশিষ্ট্য

ঘ. আদা–প্রদানের মূলমন্ত্র

সঠিক উত্তর: ১.ঘ ২.খ ৩.ঘ ৪.ক ৫.খ ৬.গ ৭.ঘ ৮.ঘ ৯.ঘ ১০.গ

মুহাম্মদ আলী, সিনিয়র শিক্ষক, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা

আরও পড়ুন