এসএসসি ২০২২ - বাংলা ১ম পত্র | রানার : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

রানার

১. সুকান্ত ভট্টাচার্যকে বিপ্লবী কবি বলা হয়—

i. বিপ্লবী সংগঠনকে চাঁদা দিতেন বলে

ii. বিদ্রোহের পথেই মুক্তি চেয়েছিলেন বলে

iii. গণমানুষের অধিকার সমর্থন করতেন বলে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২. সুকান্ত ভট্টাচার্যের কবিতায় প্রকাশ ঘটেছে—

i. নিপীড়িত মানুষের প্রতি মমতার

ii. গণমানুষের প্রতি গভীর মমতার

iii. সামাজিক বৈষম্যের বিরুদ্ধে প্রবল প্রতিবাদের

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩. রানারের চলার ব্যাপারটা বোঝার উপায় কী?

ক. পায়ের শব্দে খ. ঘণ্টার শব্দে

গ. হাঁক শুনে ঘ. হারিকেন দেখে

৪. ঝুমঝুম ঘণ্টা বাজছে কখন?

ক. রাতে খ. দিনে

গ. দুপুরে ঘ. বিকেলে

৫. রানারের ‘কর্তব্যবোধ’ বোঝাতে কবি কোন কথাটি ব্যবহার করেছেন?

ক. নিষেধ জানে না মানার

খ. রানার যাবেই পৌঁছে ভোরে

গ. জোনাকিরা দেয় আলো

ঘ. হরিণের মতো ধায়

৬. ‘নিষেধ জানে না মানার’—কথাটি দ্বারা কবি কী বোঝাতে চেয়েছেন?

ক. চাকরি খোয়ানোর ভয়

খ. সময়ানুবর্তিতা

গ. আদর্শবোধ

ঘ. কর্তব্যনিষ্ঠা

৭. রানার কিসের কাজ নিয়েছেন?

ক. ডাক পৌঁছে দেওয়ার

খ. পার্সেল পৌঁছে দেওয়ার

গ. নতুন খবর আনার

ঘ. নতুন খবর পৌঁছানোর

৮. রানারের পথচলা দেখে কারা অবাক হয়?

ক. জোনাকিরা

খ. রাতের পাখিরা

গ. রাতের তারারা

ঘ. গাঁয়ের লোকেরা

৯. রানার কিসের মতো করে পথ চলে?

ক. খরগোশের খ. হরিণের

গ. কচ্ছপের ঘ. চিতার

১০. রানারের পথচলার গতিকে তুলনা করা হয়েছে কার সঙ্গে?

ক. বাতাসের সঙ্গে খ. হরিণের সঙ্গে

গ. পাখির সঙ্গে ঘ. বকের সঙ্গে

সঠিক উত্তর

রানার: ১.গ ২.ঘ ৩.খ ৪.ক ৫.ক ৬.ঘ ৭.গ ৮.গ ৯.খ ১০.খ

মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

আরও পড়ুন