এসএসসি ২০২৩ - বাংলা ১ম পত্র | সাহিত্যের রূপ ও রীতি : বহুনির্বাচনি প্রশ্ন (৬১-৭০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

সাহিত্যের রূপ ও রীতি

৬২. সাহিত্য বিচারের সময়ে গদ্য, পদ্য কিংবা গল্প, উপন্যাস, নাটক ইত্যাদি স্বতন্ত্রভাবে ব্যাখ্যা-বিশ্লেষণ করার কারণ কী?

ক. হৃদয়ঙ্গম করা

খ. পরিধি সম্পর্কে জানা

গ. সাহিত্যের রূপ জানা

ঘ. সাহিত্যের রীতি জানা

৬৩. ছন্দবদ্ধ ভাষায় রচিত সাহিত্যকে কী বলা হয়?

ক. গল্প খ. কবিতা

গ. নাটক ঘ. উপন্যাস

৬৪. সাধারণত কবিতার ভাষা কী ধরনের হয়ে থাকে?

ক. কঠিন খ. দুর্বোধ্য

গ. ছন্দহীন ঘ. ছন্দবদ্ধ

৬৫. সংস্কৃত আলংকারিকগণ নাট্যসাহিত্যকে কোন সাহিত্যের মধ্যে গণ্য করেছেন?

ক. প্রবন্ধ সাহিত্য খ. কাব্য সাহিত্য

গ. উপন্যাস ঘ. ছোটগল্প

৬৬. সাহিত্যের রীতি হলো সাহিত্য নির্মাণকৌশল সম্পর্কিত—

i. আলোচনা

ii. সমালোচনা

iii. পর্যবেক্ষণ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৬৭. সাহিত্যের শাখার অন্তর্গত—

i. গল্প

ii. কবিতা

iii. নাটক

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৬৮. নাটক প্রধানত কোন ধরনের কাব্য?

ক. দৃশ্যকাব্য খ. শ্রব্যকাব্য

গ. কাহিনিকাব্য ঘ. কাব্যনাট্য

৬৯. নাটক কয় অঙ্কে বিভক্ত থাকে?

ক. ২ খ. ৩

গ. ৪ ঘ. ৫

৭০. কাহিনির বিষয়বস্তু ও পরিণতির দিক বিচারে নাটক কত প্রকার?

ক. ২ প্রকার খ. ৩ প্রকার

গ. ৪ প্রকার ঘ. ৫ প্রকার

সঠিক উত্তর

সাহিত্যের রূপ ও রীতি: ৬১.খ ৬২.ক ৬৩.খ ৬৪.ঘ ৬৫.খ ৬৬.খ ৬৭.ঘ ৬৮.ক ৬৯.ঘ ৭০.খ

মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (৫১-৬০)