এইচএসসি ২০২৩ - হিসাববিজ্ঞান ১ম পত্র | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন (৬১-৭০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ১

৬১. মানুষ ভালো-মন্দ বিচার করে কিসের সাহায্যে?

ক. ধারণার খ. ব্যবহারের

গ. মূল্যবোধের ঘ. পর্যবেক্ষণের

৬২. আধুনিক হিসাববিজ্ঞানের উত্পত্তিস্থল কোথায়?

ক. ইতালি খ. ভারত

গ. ইংল্যান্ড ঘ. যুক্তরাষ্ট্র

৬৩. দুতরফা দাখিলা পদ্ধতির উত্পত্তি কত সালে?

ক. ১৪৪১ সালে খ. ১৩৯৪ সালে

গ. ১৪৯৪ সালে ঘ. ১৪৪৯ সালে

৬৪. হিসাববিজ্ঞানের জনক কে?

ক. জে আর বাটলিবয়

খ. আর এন কার্টার

গ. লুকা ডি প্যাসিওলি

ঘ. হারমেনসন

৬৫. IAS-এর পূর্ণরূপ কোনটি?

ক. International Accounting Society.

খ. International Accounting Service.

গ. International Accounting Standards.

ঘ. International Auditing Services.

আরও পড়ুন

৬৬. হিসাববিজ্ঞান মূল্যবোধ সৃষ্টিতে ভূমিকা রাখে—

i. সুষ্ঠুভাবে হিসাব সংরক্ষণের মাধ্যমে

ii. নিয়মিতভাবে সরকারকে কর প্রদানের মাধ্যমে

iii. মালিককে অধিক মুনাফা অর্জনে সহায়তার মাধ্যমে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৬৭. ১০,০০০ টাকার প্রদেয় হিসাব পূর্ণ নিষ্পত্তিতে ৯,৮৫০ টাকায় নিষ্পত্তি করা হলো। হিসাব সমীকরণে লেনদেনটির প্রভাব—

i. সম্পত্তি হ্রাস পাবে

ii. দায় হ্রাস পাবে

iii. মালিকানাস্বত্ব হ্রাস পাবে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৬৮. হিসাব তথ্যের বাহ্যিক ব্যবহারকারী কারা—

i. পাওনাদার

ii. ব্যবস্থাপনা কর্তৃপক্ষ

iii. বিনিয়োগকারী

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৬৯. একটি দায় হ্রাস পেলে—

iii. অন্য দায় বৃদ্ধি পায়

iii. মালিকানাস্বত্ব বৃদ্ধি পায়

iii. সম্পত্তি হ্রাস পায়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৭০. মালিকানাস্বত্বের উপাদান হলো—

iii. মূলধন

iii. সঞ্চিতি

iii. উত্তোলন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ১: ৬১.গ ৬২.ক ৬৩.গ ৬৪.গ ৬৫.গ ৬৬.ক ৬৭.ক ৬৮.খ ৬৯.ঘ ৭০.ঘ

মো. আসাদুজ্জামান, সহকারী অধ্যাপক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

আরও পড়ুন