এইচএসসি ২০২৩ - বাংলা ১ম পত্র | সিরাজউদ্দৌলা : বহুনির্বাচনি প্রশ্ন (৬১-৭০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

সিরাজউদ্দৌলা

৬১. নানা পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে বাংলা নাটককে বিশ্বমানের স্বাতন্ত্র্যে উন্নীত করেন কে?

ক. মাইকেল মধুসূদন দত্ত

খ. রবীন্দ্রনাথ ঠাকুর

গ. দীনবন্ধু মিত্র

ঘ. মীর মশাররফ হোসেন

৬২. সিকান্দার আবু জাফর তাঁর নাটকে সিরাজউদ্দৌলাকে কী হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছেন?

ক. বাঙালির জাতীয় বীর

খ. বাঙালির জাতীয় শত্রু

গ. একজন সামন্তবাদী শোষক

ঘ. একজন কুচক্রী মহানায়ক

৬৩. সিরাজউদ্দৌলার ব্যক্তিত্ব ও প্রজ্ঞা কিসের শিল্পমানসকে স্পর্শ করেছে?

ক. ট্র্যাজেডির খ. কমেডির

গ. মেলোড্রামার ঘ. ট্র্যাজিকমেডির

৬৪. ইউরোপীয়দের দস্যুবৃত্তি দমনে কোন সম্রাট তৎপর হয়েছিলেন?

ক. আকবর খ. বাবর

গ. হুমায়ুন ঘ. জাহাঙ্গীর

৬৫. সিরাজউদ্দৌলার প্রধান প্রতিবন্ধকতা কী ছিল?

ক. প্রাসাদ ষড়যন্ত্র

খ. পরিবারপ্রীতি

গ. ইংরেজদের ষড়যন্ত্র

ঘ. ফরাসিদের ষড়যন্ত্র

আরও পড়ুন

৬৬. ‘সিরাজউদ্দৌলা’ নাটকের প্রথম অঙ্ক, প্রথম দৃশ্য কত সালের ঘটনা প্রকাশ করে?

ক. ১৭৪৪ সালে খ. ১৭৫৫ সালে

গ. ১৭৫৬ সালে ঘ. ১৭৫৭ সালে

৬৭. কার পতন হলে নবাবের সৈন্য ভারী কামান নিয়ে দুর্গের দিকে এগিয়ে যায়?

ক. ক্যাপ্টেন ক্লেটনের

খ. অধিনায়ক এনসাইন পিকার্ডের

গ. সার্জন হলওয়েলের

ঘ. গভর্নর রজার ড্রেকের

৬৮. ‘ভগীরথী নদী’ কোথায় অবস্থিত?

ক. দিল্লিতে খ. পাটনায়

গ. কলকাতায় ঘ. বিহারে

৬৯. ক্লেটন প্রাণপণে যুদ্ধ করতে বলেন কাদেরকে?

ক. হলওয়েলকে খ. ফরাসি যোদ্ধাদের

গ. ব্রিটিশ সৈনিকদের ঘ. নবাবের সৈন্যদের

৭০. ‘মারাঠা খাল’ কোথায় অবস্থিত?

ক. কাশিমবাজারে খ. মুর্শিদাবাদে

গ. শিয়ালদহে ঘ. দমদমে

সঠিক উত্তর

সিরাজউদ্দৌলা: ৬১.খ ৬২.ক ৬৩.ক ৬৪.ঘ ৬৫.ক ৬৬.গ ৬৭.খ ৬৮.গ ৬৯.গ ৭০.গ

মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

আরও পড়ুন