অধ্যায়–২
৪৩. ম্যাক্সিলারি পাল্পের কাজ কোনটি?
ক. রেচনে সাহায্য করা
খ. দর্শনে সাহায্য করা
গ. শ্বসনে সাহায্য করা
ঘ. স্বাদ গ্রহণে সাহায্য করা
৪৪. কোনটি সম্পূর্ণ রূপান্তরের সঠিক ধাপ?
ক. ডিম → পিউপা → লার্ভা → ইমাগো
খ. ডিম → ইমাগো → লার্ভা → পিউপা
গ. ডিম → লার্ভা → পিউপা → ইমাগো
ঘ. ডিম → লার্ভা → ইমাগো → পিউপা
৪৫. কোনটি হাইড্রার বহিরাবরণে থাকে?
ক. মেসোগ্লিয়া খ. হিমোসিল
গ. কিউটিকল ঘ. মেমব্রেন
৪৬. রুই মাছের রক্তসংবহনের জন্য সঠিক—
i. রক্তপ্রবাহ একমুখী
ii. হৃৎপিণ্ড থেকে CO2 যুক্ত রক্ত ফুলকায় যায়
iii. শীতল রক্তবিশিষ্ট
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৮. ঘাসফড়িংয়ের রক্তের রং কেমন?
ক. সাদা খ. হালকা হলুদ
গ. লাল ঘ. বর্ণহীন
৪৯. ঘাসফড়িংয়ের অসম্পূর্ণ রূপান্তরের ক্ষেত্রে ‘শিশু অবস্থা’কে কী বলে?
ক. পিউপা খ. নিম্ফ
গ. লার্ভা ঘ. ইমোগা
৫০. হাইড্রার নিডোসাইট সবচেয়ে বেশি থাকে কোথায়?
ক. দেহকাণ্ডে খ. কর্ষিকায়
গ. হাইপোস্টোমে ঘ. পাদচাকতিতে
৫১. ঘাসফড়িংয়ের পুংজননতন্ত্রের অংশ নয় কোনটি?
ক. শুক্রাশয় খ. শুক্রাধার
গ. শুক্রধানী ঘ. কংগ্লোবেট গ্রন্থি
সঠিক উত্তর
অধ্যায় ২: ৪২.গ ৪৩.ঘ ৪৪.গ ৪৫.গ ৪৬.ঘ ৪৭.ক ৪৮.ঘ ৪৯.খ ৫০.খ ৫১.গ
মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক, সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা