এইচএসসি ২০২২ - বাংলা ২য় পত্র | বাক্য শুদ্ধ করে লেখো (২১-২৫)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

বাক্য শুদ্ধ করে লেখো

২১। অশুদ্ধ: রবীঠাকুরের গীতাঞ্জলী বিখ্যাত কাব্য।

শুদ্ধ: রবি ঠাকুরের গীতাঞ্জলি বিখ্যাত কাব্য।

২২। অশুদ্ধ: রচনাটির উৎকর্ষতা অনস্বীকার্য।

শুদ্ধ: রচনাটির উৎকর্ষ অনস্বীকার্য।

২৩। অশুদ্ধ: শুধুমাত্র গায়ের জোরে কাজ হয় না।

শুদ্ধ: শুধু গায়ের জোরে কাজ হয় না।

২৪। অশুদ্ধ: শওকত ওসমানের কৃতদাসের হাসি একটা আদমজী পুরস্কারে সম্মানিত উপন্যাস।

শুদ্ধ: শওকত ওসমানের ‘ক্রীতদাসের হাসি’ আদমজী পুরস্কারে ভূষিত একটি উপন্যাস।

২৫। অশুদ্ধ: শরীর অসুস্থ্যের জন্যে আমি কাল আসতে পারি নি।

শুদ্ধ: অসুস্থতার জন্য আমি কাল আসতে পারিনি।

মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

◀ বাক্য শুদ্ধ করে লেখো (১৬-২০)