অংশীদারি ব্যবসায় - হিসাববিজ্ঞান ২য় পত্র, অধ্যায় ২ | এইচএসসি ২০২৪

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ২

[এর আগের প্রকাশিত লেখা]

৪৩. অংশীদারদের মধ্যে মুনাফা বণ্টিত হয়—

i. চুক্তি অনুসারে

  ii. চুক্তির অবর্তমানে সমানভাবে 

iii. চুক্তির অবর্তমানে মূলধন অনুপাতে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii 

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৪৪. অংশীদারি ব্যবসায়ের অপরিহার্য উপাদান—

i. অংশীদারি চুক্তি 

ii. সদস্যসংখ্যা

  iii. অসীম দায়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii 

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৪৫. উত্তম অংশীদারি চুক্তিপত্র হচ্ছে—

i. লিখিত ii. মৌখিক 

iii. নিবন্ধিত

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii 

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৪৬. মূলধনের ওপর সুদ ধার্য করার যৌক্তিকতা হলো—

i. মূলধনের অনুপাত, মুনাফা বণ্টনের অনুপাতের সমান না বলে 

ii. ব্যবসায়ে অর্জিত মুনাফার প্রকৃত পরিমাণ জানা

  iii. মূলধনের সুদ, মুনাফা বণ্টনের একটি প্রক্রিয়া বলে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii 

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৪৭. উত্তোলনের সুদের জন্য স্থিতিশীল পদ্ধতিতে জাবেদা হবে—

i. অংশীদারদের চলতি হিসাব ডেবিট 

ii. অংশীবাদরদের মূলধন হিসাব ডেবিট

  iii. লাভ–লোকসান বণ্টন হিসাব ক্রেডিট

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii 

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৪৮. অংশীদারদের কমিশনের ক্ষেত্রে শর্তগুলো হলো—

i. অধিক মুনাফা হলে কমিশন প্রদান বাধ্যতামূলক 

ii. পূর্ববর্তী নিট লাভের ওপর কমিশনে 

iii. পরবর্তী নিট লাভের ওপর কমিশন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii 

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৪৯. সুদের হার উল্লেখ না থাকলে সুদ ধরা হয় না—

i. উত্তোলনের ওপর 

ii. মূলধনের ওপর

  iii. ঋণের ওপর

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii 

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৫০. চুক্তির অবর্তমানে অংশীদারি ব্যবসায়ে—

i. ৬% হারে ঋণের সুদ ধরা হয় 

ii. সমানভাগে মুনাফা বণ্টিত হয় 

iii. উত্তোলনের ওপর ৬% সুদ দিতে হয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii 

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৫১. চুক্তি ব্যতিরেকে সুদ ধরা হয়—

i. মূলধনের ওপর 

ii. উত্তোলনের ওপর 

iii. ঋণ মূলধনের ওপর

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii 

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৫২. অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন—

i. বাধ্যতামূলক নয় 

ii. আদালতের প্রামাণ্য দলিল হিসেবে গৃহীত 

iii. আইনগত সুযোগ–সুবিধা ভোগে সাহায্য করে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii 

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ২: ৪৩. ক ৪৪. ঘ ৪৫. ঘ ৪৬. ঘ ৪৭. খ. ৪৮. গ ৪৯. ক ৫০. ক  ৫১. গ ৫২. ঘ

মোহাম্মদ জয়নাল আবেদীন, সহকারী অধ্যাপক, সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা