এইচএসসি ২০২২ - পৌরনীতি ও সুশাসন ১ম পত্র | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন (৩১-৪০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ১

৩১. পৌরনীতি ও সুশাসন পাঠে কী দূর হয়?

ক. বুদ্ধি খ. বিবেক

গ. কর্তব্যবোধ ঘ. উদাসীনতা

৩২. কোন শাস্ত্র পাঠ করে নাগরিকতা, রাজনীতি ও রাষ্ট্র সম্পর্কে জ্ঞান লাভ করা যায়?

ক. সমাজবিজ্ঞান

খ. অর্থনীতি

গ. নীতিশাস্ত্র

ঘ. পৌরনীতি ও সুশাসন

৩৩. দেশের মাটি ও মানুষকে ভালোবাসার অনুভূতিকে কী বলা হয়?

ক. সামাজিক মূল্যবোধ

খ. রাজনৈতিক মূল্যবোধ

গ. দেশাত্মবোধ

ঘ. মানবতাবোধ

৩৪. মানবাত্মার অনুভূতিকে কী বলা হয়?

ক. দেশাত্মবোধ খ. মমত্ববোধ

গ. মূল্যবোধ ঘ. মানবতাবোধ

৩৫. ‘দেশ ঠিক মায়ের মতোই’—এ উপলব্ধিকে কী বলা যায়?

ক. মানবতাবোধ খ. ভ্রাতৃত্ববোধ

গ. দেশাত্মবোধ ঘ. মমত্ববোধ

৩৬. কোন গুণের কারণে বিশ্বের সব মানুষ ভালোবাসার সূক্ষ্ম ও নিবিড় বন্ধনে আবদ্ধ?

ক. জাতীয়তাবোধ খ. দেশাত্মবোধ

গ. স্বদেশপ্রেম ঘ. মানবতাবোধ

৩৭. উৎপত্তিগত দিক থেকে পৌরনীতি ও সুশাসনের সঙ্গে কোন বিষয়ের সম্পর্ক সর্বাপেক্ষা কাছাকাছি বা ঘনিষ্ঠতর?

ক. অর্থনীতি খ. রাষ্ট্রবিজ্ঞান

গ. ইতিহাস ঘ. সমাজবিজ্ঞান

৩৮. জ্ঞানের কোন শাখা মানুষের সমাজজীবন ও রাষ্ট্রীয় জীবনকে সুখী ও সুন্দর রূপে গড়ে তোলার শিক্ষা দান করে?

ক. অর্থনীতি খ. পৌরনীতি ও সুশাসন

গ. ইতিহাস ঘ. নীতিশাস্ত্র

৩৯. কোন বিষয়ের পাঠ নাগরিকদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করে?

ক. পৌরনীতি ও সুশাসন

খ. অর্থনীতি

গ. ইতিহাস

ঘ. সমাজবিদ্যা

৪০. নিপু একজন চিকিৎসক। তিনি বাংলাদেশের সংবিধান ও সরকারব্যবস্থা সম্পর্কে জানতে চান। এ বিষয়ে তার কোন কোন বিষয়ে পড়াশোনা করা উচিত?

ক. পৌরনীতি ও সুশাসন এবং রাষ্ট্রবিজ্ঞান

খ. পৌরনীতি ও সুশাসন এবং সমাজবিজ্ঞান

গ. পৌরনীতি ও সুশাসন এবং ইতিহাস

ঘ. পৌরনীতি ও সুশাসন এবং ভূগোল

সঠিক উত্তর

অধ্যায় ১: ৩১.ঘ ৩২.ঘ ৩৩.গ ৩৪.ঘ ৩৫.গ ৩৬.ঘ ৩৭.খ ৩৮.খ ৩৯.ক ৪০.ক

শামীমা ইয়াসমিন, প্রভাষক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)