এসএসসি ২০২৩ - বাংলা ১ম পত্র | সেইদিন এই মাঠ : বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

সেইদিন এই মাঠ

১১. চারদিকে কী রকম বাতি দেখা যায়?

ক. শান্ত বাতি খ. আলোকিত বাতি

গ. ভিজে বাতি ঘ. অফুরন্ত বাতি

১২. চরের খুব কাছে কী এসে লেগেছে?

ক. জাহাজ খ. খেয়ানৌকা

গ. শিশিরের জল ঘ. সোনার স্বপ্ন

১৩. ‘সেইদিন এই মাঠ’ কবিতা পড়ে কোন দুটি সভ্যতার নাম জানা যায়?

ক. ক্যালডীয় ও মিসরীয় সভ্যতা

খ. চৈনিক ও ইন্ডিয়ান সভ্যতা

গ. এশিরীয় ও ব্যাবিলনীয় সভ্যতা

ঘ. ইনকা ও রোমান সভ্যতা

১৪. ‘চালতা ফুল কি আর ভিজিবে না শিশিরের জলে’—কবি কোন সময়ের কথা বলেছেন?

ক. যখন পৃথিবী থাকবে না

খ. যখন সৌন্দর্য থাকবে না

গ. যখন সভ্যতা থাকবে না

ঘ. যখন কবি থাকবেন না

১৫. লক্ষ্মীপ্যাঁচা কার জন্য গান করবে?

ক. বাঙালির জন্য খ. লক্ষ্মীটির জন্য

গ. প্রকৃতির জন্য ঘ. নিজের জন্য

১৬. ‘পৃথিবীর এইসব গল্প বেঁচে রবে চিরকাল’—পঙ্​ক্তিতে কী প্রকাশ পেয়েছে?

ক. চালতা ফুলের শিশিরভেজা সৌন্দর্য

খ. লক্ষ্মীপ্যাঁচার গানের মিষ্টি সুর

গ. প্রকৃতির চিরকালীন সৌন্দর্য

ঘ. এশিরীয়া ও ব্যাবিলনীয় সভ্যতার বিলুপ্তি

১৭. ‘সেইদিন এই মাঠ’ কবিতায় প্রাধান্য পেয়েছে কোনটি?

ক. প্রকৃতির চিরন্তনতা

খ. সভ্যতার অনিঃশেষ বৈশিষ্ট্য

গ. মানুষের স্বপ্নের মৃত্যু আছে

ঘ. অতীত চিন্তায় মানুষ নিমগ্ন থাকে

১৮. প্রকৃতি কী দিয়ে মানুষের স্বপ্ন, সাধ ও কল্পনাকে তৃপ্ত করে যায়?

ক. বিচিত্র বিবর্তন

খ. গভীর মমত্ব

গ. অফুরন্ত ঐশ্বর্য

ঘ. রহস্যময় আবির্ভাব

১৯.‘সেইদিন এই মাঠ’ কবিতায় মূলত প্রাধান্য পেয়েছে—

i. প্রকৃতির নিরন্তরতা

ii. সভ্যতার বিস্তৃতি

iii. মৃত্যুচেতনা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২০. ‘সেইদিন এই মাঠ’ কবিতায় কবির ভাবনায় ধরা পড়েছে—

i. সভ্যতার চিরন্তনতা

ii. জীবনের ক্ষণস্থায়ীত্ব

iii. প্রকৃতির চিরকালীন সৌন্দর্য

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

সেইদিন এই মাঠ: ১১.ক ১২.খ ১৩.গ ১৪.ঘ ১৫.খ ১৬.গ ১৭.ক ১৮.গ ১৯.খ ২০.ঘ

মো. সুজাউদ দৌলা, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)