এসএসসি ২০২৩ - বাংলা ১ম পত্র | সেইদিন এই মাঠ : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

সেইদিন এই মাঠ

১. নদী কোথায় বসে স্বপ্ন দেখবে?

ক. আকাশের তলে

খ. নরম আসনে

গ. সুউচ্চ মাচায়

ঘ. নক্ষত্রের তলে

২. ‘সেইদিন এই মাঠ’ কবিতায় স্বপ্নকে ‘সোনার’ বলা হয়েছে কেন?

ক. আহ্লাদ করে খ. শুভাশ্রয়ী বলে

গ. মূল্যবান বলে ঘ. অপূর্ণ বলে

৩. ‘আমি চলে যাব বলে’—চরণে কোন বিষয়টি ফুটে উঠেছে?

ক. প্রকৃতির চিরন্তনতা

খ. মানুষের নশ্বরতা

গ. কবির অভিমান

ঘ. সভ্যতার অস্তিত্বহীনতা

৪. প্রকৃতি তার আপন রূপ–রস–গন্ধ নিয়ে কী হয়ে উঠেছে?

ক. আকর্ষণীয় খ. চিরস্থায়ী

গ. স্বপ্নময় ঘ. প্রাণময়

৫. শিশিরের জলে ভেজা চালতা ফুলের সৌন্দর্য কী রকম?

ক. প্রাণময় খ. ঐশ্বর্যময়

গ. স্বপ্নময় ঘ. রহস্যময়

৬. কবির মতে, কত দিন শিশিরের জলে ভেজা চালতাফুলের গন্ধের মতো গন্ধের ঢেউ প্রবাহিত হতে থাকবে?

ক. কিছুকাল খ. যুগ–যুগান্তর

গ. নিরন্তর ঘ. সারা শীত

৭. শিশিরের জলে ভেজা চালতা ফুলের গন্ধের ঢেউকে নরম বলা হয়েছে কেন?

ক. সুগন্ধ বোঝাতে

খ. স্নিগ্ধতা বোঝাতে

গ. সৌন্দর্য বোঝাতে

ঘ. স্বাভাবিক বোঝাতে

৮. ‘আমি চলে যাব বলে চালতা ফুল কি আর ভিজিবে না শিশিরের জলে’—পঙ্​ক্তিটিতে কী ফুটে উঠেছে?

ক. প্রকৃতির সহিষ্ণু রূপ

খ. প্রকৃতির শাশ্বত রূপ

গ. প্রকৃতির ঋতুভিত্তিক রূপ

ঘ. প্রকৃতির সীমাহীন রূপ

৯. ‘আমি চলে যাব’—কোথায় যাবেন কবি?

ক. নগর ধামে খ. পল্লিতে

গ. পরলোকে ঘ. অন্য দেশে

১০. ‘লক্ষ্মীপ্যাঁচা গান গাবে নাকি তার লক্ষ্মীটির তরে?’ এখানে ‘লক্ষ্মীপ্যাঁচার গান’ বলতে কী বোঝানো হয়েছে?

ক. প্রণয়বার্তা খ. আগমনী বার্তা

গ. মঙ্গলবার্তা ঘ. আনন্দবার্তা

সঠিক উত্তর

সেইদিন এই মাঠ: ১.ঘ ২.খ ৩.খ ৪.ঘ ৫.ঘ ৬.গ ৭.খ ৮.খ ৯.গ ১০.ক

মো. সুজাউদ দৌলা, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা