এইচএসসি ২০২২ - ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ১

২১. পানি দ্বারা পরিচালিত ঘড়ি কারা আবিষ্কার করে?

ক. মিসরীয়রা খ. সুমেরীয়রা

গ. হিব্রুরা ঘ. গ্রিকরা

২২. ডুঙ্গি কে ছিলেন?

ক. মিসরীয় সম্রাট খ. সুমেরীয় সম্রাট

গ. ব্যাবিলনীয় সম্রাট ঘ. পারস্য সম্রাট

২৩. কোন সভ্যতায় নগররাষ্ট্রের উদ্ভব হয়?

ক. মিসর খ. সুমেরীয়

গ. গ্রিক ঘ. রোমান

২৪. গ্রিসের কোন নগররাষ্ট্রে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল?

ক. স্পার্টা খ. এথেন্স

গ. থিবস ঘ. কোরিন্থ

২৫. রোমান সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল?

ক. তাগুস খ. টেমস

গ. রাইন ঘ. টাইবার

২৬. ইতিহাসের জনক কে?

ক. হেরোডোটাস খ. হোমার

গ. অ্যারিস্টটল ঘ. প্লেটো

২৭. হেরোডোটাস কে ছিলেন?

ক. দার্শনিক খ. ইতিহাসবিদ

গ. গণিতবিদ ঘ. জ্যোতির্বিদ

২৮. রোমে নির্মিত নাট্যশালার নাম কী?

ক. জিগুরাত খ. কিউনিফর্ম

গ. কলোসিয়াম ঘ. প্যানথিয়নাম

২৯. উকাজ মেলায় জুয়াখেলা, ঘোড়দৌড় ও কাব্য প্রতিযোগিতা নিয়ে এক ভয়াবহ যুদ্ধ সংঘটিত হয়। এ যুদ্ধের নাম কী?

ক. বদর খ. উহুদ

গ. ফিজার ঘ. হারবুল ফুজার

৩০. কোন কবিকে আরবদের শেক্​সপিয়ার বলা হয়েছিল?

ক. আনতারা বিন সাদ্দাদ

খ. লাবিদ বিন রাবিয়া

গ. আমর বিন-কুলসুম

ঘ. ইমরুল কায়েস

সঠিক উত্তর

অধ্যায় ১: ২১.খ ২২.খ ২৩.গ ২৪.খ ২৫.ঘ ২৬.ক ২৭.খ ২৮.গ ২৯.ঘ ৩০.ঘ

শেখ মো. জিয়াউর রহমান, সহকারী অধ্যাপক, সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)