নবম শ্রেণি - পদার্থবিজ্ঞান | অধ্যায় ৩ : বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)

নবম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৩

১১. নিউটনের কোন সূত্র থেকে ভরবেগের পরিমাপগত ধারণা পাওয়া যায়।

ক. প্রথম খ. দ্বিতীয়

গ. তৃতীয় ঘ. চতুর্থ

১২. সবল নিউক্লীয় বলের পাল্লা কত?

ক. 1015m খ. 10-12m

গ. 1012m ঘ. 10-15m

১৩. নিউক্লিয়াসের স্থায়িত্বের জন্য দায়ী কোনটি?

ক. দুর্বল নিউক্লীয় বল

খ. সবল নিউক্লীয় বল

গ. মহাকর্ষ বল

ঘ. তাড়িত চৌম্বক বল

১৪. প্রকৃতিতে বিদ্যমান মৌলিক বল কয়টি?

ক. ১ খ. ২

গ. ৩ ঘ. ৪

১৫. 24 kg ভরের কোনো বস্তুর ওপর 72 N বল প্রযুক্ত হলে তার ত্বরণ কত হবে?

ক. 3 ms-2 খ. 3 ms-1

গ. - 3 ms-2 ঘ. 0.3 ms-1

নিচের তথ্যের আলোকে ১৬-১৮ নম্বর প্রশ্নের উত্তর দাও।

স্থির অবস্থা থেকে 25 kg ভরের একটি ট্রলির ওপর বল প্রয়োগ করায় এটি 5 ms-1 বেগে চলতে শুরু করল।

১৬. ট্রলিটির ভরবেগ কত?

ক. 25 kgms-1 খ. 5 kgms-1

গ. 30 kgms-1 ঘ. 125 kgms-1

১৭. বল প্রয়োগের আগে এর ভরবেগ কত ছিল?

ক. 5 kgms-1 খ. 20 kgms-1

গ. 25 kgms-1 ঘ. 0 kgms-1

১৮. ট্রলিটি যদি 2s এ 10 ms-1 বেগপ্রাপ্ত হয়, তবে এর ত্বরণ কত?

ক. 2 ms-2 খ. 5 ms-2

গ. 12 ms-2 ঘ.20 ms-2

১৯. প্যারাস্যুটের মাধ্যমে আরোহীকে নিরাপদ অবতরণে সাহায্য করে কোনটি?

ক. প্রবাহী ঘর্ষণ খ. স্থিতি ঘর্ষণ

গ. পিছলানো ঘর্ষণ ঘ. আবর্ত ঘর্ষণ

২০. ঘর্ষণের ফলে শক্তির যে অপচয় হয়, তা প্রধানত কোন শক্তিরূপে আবির্ভূত হয়?

ক. তাপশক্তি খ. রাসায়নিক শক্তি

গ. শব্দশক্তি ঘ. আলোকশক্তি

সঠিক উত্তর

অধ্যায় ৩: ১১.খ ১২.ঘ ১৩.খ ১৪.ঘ ১৫.ক ১৬.ঘ ১৭.ঘ ১৮.খ ১৯.ক ২০.ক

রমজান মাহমুদ, সিনিয়র শিক্ষক, গবর্নমেন্ট সায়েন্স হাইস্কুল, ঢাকা

আরও পড়ুন