সপ্তম শ্রেণি - বিজ্ঞান | অধ্যায় ৯ : বহুনির্বাচনি প্রশ্ন (৩১-৪০)

সপ্তম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৯

৩১. কঠিন পদার্থের প্রসারণের উদাহরণ কোনটি?

ক. রেললাইনের মাঝের ফাঁক রাখা

খ. থার্মোমিটারের ব্যবহার

গ. তাপ ইঞ্জিন চালনা

ঘ. সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি

৩২. তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে শব্দের বেগের কীরূপ পরিবর্তন হবে?

ক. কমে যাবে খ. বেড়ে যায়

গ. স্থির থাকে ঘ. শূন্য হয়ে যায়

৩৩. তাপ প্রয়োগের ফলে কোন পদার্থের আয়তন সবচেয়ে বেশি বাড়ে?

ক. কঠিন খ. তরল

গ. বায়বীয় ঘ. অর্ধতরল

৩৪. তাপ ইঞ্জিন চালনা করা হয় কোন প্রসারণকে কাজে লাগিয়ে?

ক. গ্যাসের প্রসারণ

খ. কঠিনের প্রসারণ

গ. তরলের প্রসারণ

ঘ. প্লাজমার প্রসারণ

৩৫. শিশির ধাতব মুখে তাপ দিলে সহজে খোলা যায় কেন?

ক. শিশির মুখ প্রসারিত হয়

খ. শিশির মুখ সংকুচিত হয়

গ. শিশির ধাতব মুখ প্রসারিত হয়

ঘ. শিশির ধাতব মুখ ভেঙে যায় বলে

৩৬. তাপ প্রয়োগের ফলে—

i. অধিকাংশ পদার্থ প্রসারিত হয়

ii. বায়বীয় পদার্থ সর্বাপেক্ষা বেশি প্রসারিত হয়

iii. রেললাইনের পাতের মাঝে ফাঁক কমে যায়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩৭. কত ক্ষেত্রফলের ওপর বায়ুর প্রযুক্ত বলকে বায়ুচাপ বলা হয়?

ক. ১ বর্গমিটার খ. ১০ বর্গমিটার

গ. ১০০ বর্গমিটার ঘ. ১০০০ বর্গমিটার

৩৮. কোনো স্থানের বায়ুচাপ কোনটির ওপর সরাসরি নির্ভর করে?

ক. বায়ুর ভর খ. আর্দ্রতা

গ. তাপমাত্রা ঘ. বায়ুর আয়তন

৩৯. তাপমাত্রা বাড়ালে বায়ুর চাপ বাড়বে কোথায়?

ক. যেকোনো পাত্রে

খ. বায়ুমণ্ডলে

গ. খোলা পাত্রে

ঘ. বন্ধ পাত্রে

৪০. বায়ুতে জলীয় বাষ্পের পরিমাপকে কী বলে?

ক. বায়ুর চাপে

খ. বায়ুর তাপমাত্রা

গ. বায়ুর শিশির

ঘ. বায়ুর আর্দ্রতা

সঠিক উত্তর

অধ্যায় ৯: ৩১.ক ৩২.খ ৩৩.গ ৩৪.ক ৩৫.গ ৩৬.ঘ ৩৭.ক ৩৮.গ ৩৯.ঘ ৪০.ঘ

এ এস এম আসাদুজ্জামান, প্রভাষক, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)