এইচএসসি ২০২২ - ভূগোল ২য় পত্র | অধ্যায় ৬ : বহুনির্বাচনি প্রশ্ন (৬১-৭০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ৬

৬১.বর্তমানে তার কর্মরত শিল্পে উৎপাদন কম হওয়ার উল্লেখযোগ্য প্রধান কারণ কোনটি?

ক. বিদ্যুৎবিভ্রাট

খ. শ্রমিক অসন্তোষ

গ. কাঁচামালের অভাব

ঘ. অনিশ্চিত বাজার

৬২. শীতলক্ষ্যা নদীর তীরে সার কারখানা গড়ে উঠেছে—

i. প্রাকৃতিক গ্যাসের উপস্থিতিতে

ii. মিঠাপানির সান্নিধ্যে

iii. সুষ্ঠু পরিবহনব্যবস্থার কারণে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৬৩. নিচের কোন দেশটিতে তেমন কোনো লৌহ আকরিক ও কয়লা সম্পদ না থাকলেও আমদানিকৃত লৌহ আকরিক ও কয়লার ওপর নির্ভর করে লৌহ ও ইস্পাতশিল্প গড়ে উঠেছে?

ক. মার্কিন যুক্তরাষ্ট্র খ. চীন

গ. রাশিয়া ঘ. জাপান

৬৪. একটি দেশের শিল্পায়নের উন্নতির জন্য বড় বাধা কোনটি?

ক. রাজনৈতিক অস্থিতিশীলতা

খ. মূলধনের স্বল্পতা

গ. বৈদেশিক সম্পর্কের অবনতি

ঘ. উন্নত প্রযুক্তির অভাব

৬৫. বাংলাদেশের দ​ক্ষিণ-পূর্বাঞ্চলে চিনিশিল্প গড়ে না ওঠার কারণ কী?

ক. শ্রমিকের অভাব

খ. মূলধনের অভাব

গ. যোগাযোগব্যবস্থার অভাব

ঘ. কাঁচামালের অভাব

৬৬. বিলিয়ন ডলার বলা হয় কোন শিল্পকে?

ক. পাট খ. বস্ত্র

গ. চিনি ঘ. পোশাক

৬৭. সিমেন্টশিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়—

i. চুনাপাথর

ii. আমদানিকৃত ক্লিংকার ও জিপসাম

iii. প্রাকৃতিক গ্যাস

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii ও iii

গ. i ও iii ঘ. i, ii ও iii

৬৮. বাংলাদেশের কোন অঞ্চলে চিনিকল বেশি?

ক. উত্তর-পূর্বাঞ্চল

খ. পূর্বাঞ্চল

গ. উত্তর-পশ্চিমাঞ্চল

ঘ. দক্ষিণাঞ্চল

৬৯. পৃথিবীর সর্ববৃহৎ লৌহ ও ইস্পাতশিল্প অঞ্চল কোনটি?

ক. পিটসবার্গ খ. মস্কো-টুলা

গ. ওসাকা-কোর ঘ. টোকিও-ইয়োকোহামা

উদ্দীপকটি পড়ে ৭০ ও ৭১ নম্বর প্রশ্নের উত্তর দাও।

বাংলাদেশের ক শিল্পটি উল্লেখযোগ্যভাবে ক্লিংকার আমদানিনির্ভর। নদীর পার্শ্ববর্তী অঞ্চলেই এই শিল্পের কারখানাগুলো অবস্থিত। বর্তমানে উৎপাদিত শিল্পের অনেকটাই বিদেশে রপ্তানি করে।

৭০. উদ্দীপকের দেশটি শিল্পটির কাঁচামাল কোন দেশ থেকে আমদানি করে?

ক. মালয়েশিয়া খ. চীন

গ. ভারত ঘ. মিয়ানমার

সঠিক উত্তর

অধ্যায় ৬: ৬১.গ ৬২.ঘ ৬৩.ঘ ৬৪.ক ৬৫.ঘ ৬৬.ঘ ৬৭.ঘ ৬৮.গ ৬৯.খ ৭০.খ

মো. শাকিরুল ইসলাম, প্রভাষক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (৫১-৬০)