ইসলাম ও নৈতিক শিক্ষা - এসএসসি ২০২৪

পূর্ণাঙ্গ সিলেবাস অনুসারে

প্রিয় এসএসসি পরীক্ষার্থী, আগামী ২৭ ফেব্রুয়ারির ইসলাম ও নৈতিক শিক্ষা পরীক্ষার প্রস্তুতি হিসেবে আজ ১ম, ২য় ও ৩য় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর দেওয়া হলো।

অধ্যায় ১

১. ‘আকাইদ’ শব্দের অর্থ কী?

ক. বিশ্বাস খ. বিশ্বাসমালা

গ. একত্ববাদ ঘ. অংশীদার

২. ইসলামের মৌলিক বিষয়গুলোর প্রতি দৃঢ়বিশ্বাসকে কী বলা হয়?

ক. আকাইদ খ. তাকদির

গ. একত্ববাদ ঘ. তাসাউফ

৩. ইসলামের মূল ভিত্তি কী?

ক. ইমান খ. আকাইদ

গ. ইসলাম ঘ. তাওহিদ

৪. আকাইদের প্রায়োগিক দিক কোনটি?

ক. নামাজ

খ. ইসলাম

গ. পরকাল

ঘ. মুসলিম

৫. ইসলামের বিশ্বাসগত দিকের নাম কী?

ক. ইমান খ. এহসান

গ. আকাইদ ঘ. তাওহিদ

৬. ইসলাম শব্দের অর্থ কী?

ক. আনুগত্য করা খ. বিশ্বাস করা

গ. ধর্মপরায়ণ হওয়া ঘ. দাসত্ব করা

৭. মহান আল্লাহ ও রাসুল (সা.)-এর আনুগত্য করাকে কী বলা হয়?

ক. ইমান খ. আকাইদ

গ. ইসলাম ঘ. আখলাক

৮. মুসলিম বলা হয় তাঁকে, যিনি—

ক. আল্লাহকে মনেপ্রাণে বিশ্বাস করেন

খ. আল্লাহকে মুখে স্বীকার করেন

গ. ইসলামি জ্ঞান অর্জন করেন

ঘ. ইসলামের বিধিবিধান মেনে চলেন

৯. আল্লাহ তায়ালার প্রবর্তিত জীবনবিধান কোনটি?

ক. ইমান খ. শরিয়ত

গ. ইসলাম ঘ. ইবাদত

১০. সিলমুন অর্থ কী?

ক. আনুগত্য খ. আত্মসমর্পণ

গ. শান্তি ঘ. আত্মতৃপ্তি

১১. ‘আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পূর্ণাঙ্গ করলাম’—এটি কার বাণী?

ক. মহান আল্লাহ তায়ালার

খ. মহানবি (সা.)-এর

গ. জিব্রাইল (আ.)-এর

ঘ. আদম (আ.)-এর

১২. ‘দ্বীন’ শব্দের অর্থ কী?

ক. দিবস খ. শান্তি

গ. জীবনব্যবস্থা ঘ. কর্মপদ্ধতি

১৩. কোন দুটি বিষয়ের সমন্বয়ে জীবনকে সার্বিকভাবে গড়ে তোলা সম্ভব?

ক. ইমান ও তাকওয়া

খ. ইমান ও আমানত

গ. ইমান ও আদল

ঘ. ইমান ও ইসলাম

১৪. ইমানের সর্বপ্রথম ও সর্বপ্রধান বিষয় কী?

ক. তাকওয়া খ. ইহসান

গ. তাওহিদ ঘ. তালিম

১৫. আল্লাহ তায়ালার বিশেষ সৃষ্টি কারা?

ক. মহানবি (সা.) খ. নবিগণ

গ. রাসুলগণ ঘ. ফেরেশতাগণ

১৬. ফেরেশতাগণ কিসের তৈরি?

ক. আলোর খ. নূরের

গ. মাটির ঘ. পাথরের

১৭. ‘তাকদির’ শব্দের অর্থ কী?

ক. ভাগ্য খ. সুফল

গ. সন্তুষ্টি ঘ. পুরস্কার

১৮. ইমান মানুষের অন্তরে কী সৃষ্টি করে?

ক. সমাজে প্রতিষ্ঠিত হওয়ার বাসনা

খ. শ্রেষ্ঠ ব্যক্তিতে পরিণত হওয়ার ইচ্ছা

গ. আল্লাহ তায়ালার প্রতি অনুরাগ ও তাঁর সন্তুষ্টি লাভের বাসনা

ঘ. সম্মান ও মর্যাদা লাভের আকাঙ্ক্ষা

১৯. কোন ব্যক্তি সর্বদা মানবিকতা ও নৈতিকতার ধারক হয়?

ক. সত্যবাদী খ. মজলুম

গ. মুমিন ঘ. মুজাহিদ

২০. ‘তাওহিদ’ শব্দের অর্থ কী?

ক. অংশীদার খ. আনুগত্য

গ. একত্ববাদ ঘ. দায়িত্ব

২১. নবি-রাসুলদের শিক্ষা প্রচারের ভিত্তি ছিল কোনটি?

ক. কিয়ামত খ. আখিরাত

গ. রিসালাত ঘ. তাওহিদ

২২. তাওহিদে বিশ্বাস মানুষকে কিসের সুযোগ করে দেয়?

ক. কৃতজ্ঞতা প্রকাশের খ. ঐক্য প্রতিষ্ঠার

গ. আনুগত্য প্রকাশের ঘ. ভ্রাতৃত্ববোধের

২৩. মানুষ সর্বোত্তম সৃষ্টি কেন?

ক. বিবেকের জন্য খ. বাহ্যিক সৌন্দর্যের জন্য

গ. অর্থের জন্য ঘ. সব সৃষ্টির মধ্যে ক্ষমতাবান হওয়ার জন্য

২৪. কোন সুরার মাধ্যমে সংক্ষেপে আল্লাহর পরিচয় জানা যায়?

ক. সুরা ইখলাস খ. সুরা আল কাওসার

গ. সুরা হাদিদ ঘ. সুরা আল বাকারা

২৫. ‘কুফর’ শব্দের আভিধানিক অর্থ কী?

ক. অবিশ্বাস করা খ. অংশীদার করা

গ. অবিচার করা ঘ. প্রতারণা করা

২৬. তুমি কাফিরদের অন্তর্ভুক্ত হতে চাও না। তোমার কী করা উচিত?

ক. সত্যকে গোপন না করা

খ. গিবত না করা

গ. কাউকে অবিশ্বাস না করা

ঘ. মিথ্যা না বলা

২৭. ইসলামের মৌলিক বিষয়গুলোর কোেনা একটিরও অস্বীকার করা কী?

ক. গুনাহ খ. হারাম

গ. কুফর ঘ. শিরক

২৮. কুফর মানুষের মনে কী জন্ম দেয়?

ক অকৃতজ্ঞতা ও অবাধ্যতা

খ. মিথ্যা

গ. লোভ

ঘ. প্রতারণা

২৯. আল্লাহ তায়ালার সঙ্গে কাউকে শামিল করাকে কী বলা হয়?

ক. কুফর খ. শিরক

গ. নিফাক ঘ. ফাসিক

৩০. শিরক সবচেয়ে বড় জুলুম বলেছেন কে?

ক. আল্লাহ তায়ালা

খ. মহানবি (সা.)

গ. হজরত আবু বকর (রা.)

ঘ. হজরত লুকমান (আ.)

৩১. পৃথিবীর সকল প্রকার জুলুমের মধ্যে সবচেয়ে বড় কোনটি?

ক. শিরক খ. নিফাক

গ. কুফর ঘ. ফিসক

৩২. শিরক করার অপরাধ কী?

ক. মার্জনীয় খ. ক্ষমার যোগ্য

গ. ক্ষমার অযোগ্য ঘ. বড় ধরনের অপরাধ

৩৩. ইসলামি শরিয়তে নিফাকের অবস্থান কী?

ক. ছোট পাপ খ. সগিরা গুনাহ

গ. কিছুই না ঘ. কবিরা গুনাহ

৩৪. কোরআন মজিদে কাকে মিথ্যাবাদী বলা হয়েছে?

ক. কাফিরকে খ. মুনাফিককে

গ. মুশরিককে ঘ. মূর্তিপূজারিকে

৩৫. ‘রিসালাত’ শব্দের অর্থ কী?

ক. বিশ্বাস খ. ভিত্তি

গ. বার্তা ঘ. উপদেশ

৩৬. কারা মানবজাতির জন্য অনুপম আদর্শ?

ক. আলেমগণ খ. হাফেজগণ

গ. শহিদগণ ঘ. নবি-রাসুলগণ

৩৭. নবি-রাসুলগণ অতুলনীয় ছিলেন কিসে?

ক. ধৈর্য ও ক্ষমতায়

খ. ক্ষমা ও দয়ায়

গ. বুদ্ধিমত্তায়

ঘ. কর্তব্যনিষ্ঠা ও দায়িত্ব পালনে

৩৮. দ্বীনের মূল কাঠামো কী রূপ?

ক. এক ও অভিন্ন খ. অবিভাজ্য

গ. অনুসরণীয় ঘ. দ্বীনভিত্তিক

৩৯. ‘আমিই শেষ নবি। আমার পরে আর কোনো নবি নেই।’—বাণীটি কোন হাদিস গ্রন্থে উল্লেখ আছে?

ক. সহি মুসলিম খ. সহি বুখারি

গ. নাসায়ি শরিফ ঘ. ইবনে মাজাহ

৪০. ‘আল-বুরহান’ শব্দের অর্থ কী?

ক. সত্য খ. জ্যোতি

গ. পথনির্দেশ ঘ. সুস্পষ্ট প্রমাণ

৪১. ‘আশ-শিফা’ শব্দের অর্থ কী?

ক. উপদেশ খ. নিরাময়

গ. অনুগ্রহ ঘ. সম্মানিত

৪২. ‘আল-মজিদ’ শব্দের অর্থ কী?

ক. নিরাময় খ. সদুপদেশ

গ. সম্মানিত ঘ. উপদেশ

৪৩. মৃত্যুর পরবর্তী জীবনকে কী বলে?

ক. বারজাখ খ. আখিরাত

গ. পুলসিরাত ঘ. কিয়ামত

৪৪. আখিরাতের জীবনের প্রথম স্তর কী?

ক. হাশর খ. কবর

গ. কিয়ামত ঘ. মৃত্যু

৪৫. ‘প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে’—এটি কোন সুরার আয়াত?

ক. আল বাকারা খ. আল ইমরান

গ. আল আম্বিয়া ঘ. আন-নাহল

৪৬. পরকালে মানুষের আমলনামা কখন হাতে দেওয়া হবে?

ক. কবরে খ. মিজানে

গ. হাশরের মাঠে ঘ. পুলসিরাতে

৪৭. কিসে বিশ্বাস করা ছাড়া মুমিন ও মুত্তাকি হওয়া যায় না?

ক. দানশীলতায় খ. আতিথেয়তায়

গ. সিরাতে ঘ. উদারতায়

৪৮. ক্ষুধার্তকে খাদ্য দান করলে আল্লাহ তায়ালা তাকে জান্নাতে কী দান করবেন?

ক. সুস্বাদু খাদ্য খ. সুস্বাদু ফল

গ. সুস্বাদু পানীয় ঘ. সিলমোহরকৃত পাত্র

৪৯. কোনটি জান্নাতের স্তর?

ক. দারুস সাকার খ. দারুস সাইর

গ. দারুল কারার ঘ. দারুল জাহিম

৫০. জান্নাত পাওয়ার উপায় কী?

ক. ইমান ও চরিত্র

খ. ইমান ও দয়া

গ. ইমান ও সত্কর্ম

ঘ. ইমান ও আচার-আচরণ

৫১. ‘আর তারা আখিরাতে দৃঢ়বিশ্বাস রাখে’—এখানে ‘তারা’ বলতে কাদের কথা বলা হয়েছে?

ক. মুমিন খ. মুসলিম

গ. মুসল্লি ঘ. মুত্তাকি

সঠিক উত্তর

অধ্যায় ১: ১.খ ২.ক ৩.খ ৪.খ ৫.গ ৬.ক ৭.গ ৮.ঘ ৯.গ ১০.গ ১১.ক ১২.গ ১৩.ঘ ১৪.গ ১৫.ঘ ১৬.খ ১৭.ক ১৮.গ ১৯.গ ২০.গ ২১.ঘ ২২.ক ২৩.ক ২৪.ক ২৫.ক ২৬.ক ২৭.গ ২৮.ক ২৯.খ ৩০.ক ৩১.ক ৩২.গ ৩৩.ঘ ৩৪.খ ৩৫.গ ৩৬.ঘ ৩৭.ঘ ৩৮.ক ৩৯.ক ৪০.ঘ ৪১.খ ৪২.গ ৪৩. খ ৪৪.ঘ ৪৫.খ ৪৬.গ ৪৭.গ ৪৮.খ ৪৯.গ ৫০.গ ৫১.ঘ

অধ্যায় ২

১. ‘শরিয়ত’ অর্থ কী?

ক. জীবনপদ্ধতি খ. কার্যনীতি

গ. কর্মসূচি ঘ. কর্মপন্থা

২. ইসলামি পরিভাষায় ‘শরিয়ত’ কী?

ক. আত্মশুদ্ধি খ. ইসলামি কার্যনীতি

গ. ইসলামি জ্ঞান অর্জন ঘ. প্রচলিত কার্যনীতি

৩. জীবনপদ্ধতি, আইনকানুন, বিধিবিধান অর্থে ব্যবহৃত হয় কোন শব্দটি?

ক. শরিয়ত খ. মারেফত

গ. ইসলাম ঘ. তাসাউফ

৪. ইসলামি ‘জীবনপদ্ধতি’কে কী বলা হয়?

ক. ইজমা খ. কিয়াস

গ. শরিয়ত ঘ. রিসালাত

৫. ইসলামি শরিয়ত অপরিহার্য কেন?

ক. জ্ঞানী হওয়ার জন্য খ. সুষ্ঠুভাবে জীবন পরিচালনার জন্য

গ. নেতৃত্ব লাভের জন্য ঘ. সামাজিক মর্যাদার অধিকারী হওয়ার জন্য

৬. শরিয়তের প্রথম উত্স কয়টি?

ক. কিয়াস খ. ইজমা

গ. হাদিস ঘ. কোরআন

৭. জীবনের সব সমস্যার সমাধান দেয় বলে আল–কোরআনকে কী বলা হয়?

ক. সর্বজনীন খ. সন্দেহমুক্ত

গ. দিকনির্দেশক ঘ. সর্বশেষ কিতাব

৮. আল–কোরআন হেফাজতের দায়িত্ব কার?

ক. হাফিজে কোরআনের খ. আল্লাহ তায়ালার

গ. মহানবি (সা.)-এর ঘ. ফেরেশতাদের

৯. আল–কোরআন কার ওপর নাজিল করা হয়েছে?

ক. হজরত ঈসা (আ.)-এর খ. হজরত মুহাম্মদ (সা.)-এর

গ. হজরত মুসা (আ.)-এর ঘ. হজরত জিব্রাইল (আ.)-এর

১০. কোন যুদ্ধে সর্বাধিক হাফিজে কোরআন শাহাদাত বরণ করেন?

ক. ওহুদ খ. ইয়ামামা

গ. খায়বার ঘ. তাবুক

১১. কোন যুদ্ধকে কেন্দ্র করে হজরত আবু বকর (রা.) প্রথম আল–কোরআন সংকলনের উদ্যোগ গ্রহণ করেন?

ক. ইয়ামামা খ. তাবুক

গ. বদর ঘ. খন্দক

১২. খুলাফায়ে রাশেদিনের কয়জন খলিফা ওহি লেখক ছিলেন?

ক. ১ জন খ. ২ জন

গ. ৩ জন ঘ. ৪ জন

১৩. আল–কোরআনের প্রতিটি খণ্ডকে কী বলা হয়?

ক. আয়াত খ. রুকু

গ. সুরা ঘ. পারা

১৪. মক্কি সুরার সংখ্যা কয়টি?

ক. ৮৩টি খ. ৮৬টি

গ. ৮৭টি ঘ. ৮৮টি

১৫. মক্কি সুরার বৈশিষ্ট্য কোনটি?

ক. শরিয়তের সাধারণ নিয়মকানুনের বর্ণনা

খ. পারস্পরিক লেনদেনের নীতির উল্লেখ

গ. ইবাদতের রীতিপদ্ধতির আলোচনা

ঘ. পূর্ববর্তী কিতাবসমূহের বিকৃতির বর্ণনা

১৬. মাদানি সুরার সংখ্যা কয়টি?

ক. ২৫টি খ. ২৬টি

গ. ২৭টি ঘ. ২৮টি

১৭. মাদানি সুরার বৈশিষ্ট্য হলো, এতে বর্ণিত কী হয়েছে?

ক. তাওহিদ ও রিসালাত খ. আখিরাত ও কিয়ামত

গ. শিরক ও কুফর ঘ. হালাল ও হারাম

১৮. তাজবিদসহ আল–কোরআন তিলাওয়াতের নির্দেশ রয়েছে কোন সুরায়?

ক. সুরা মায়িদাহ খ. সুরা মুয্্যাম্মিল

গ. সুরা বাকারাহ ঘ. সুরা আরাফ

১৯. কোন সুরায় আল্লাহ এতিমের প্রতি খারাপ ব্যবহার তথা কঠোর হতে নিষেধ করেছেন?

ক. আদ-দুহা খ. আল-ইনশিরাহ

গ. আত-ত্বিন ঘ. আশ-শামস

২০. আল্লাহ তায়ালা কোন সুরায় মহানবি (সা.)–কে সান্ত্বনা প্রদান করেন?

ক. সুরা আশ-শামস খ. সুরা আদ-দুহা

গ. সুরা আল-ইনশিরাহ ঘ. সুরা আত-ত্বিন

২১. ‘তাওরাত’ কোন নবির ওপর নাজিল হয়?

ক. হজরত মুসা (আ.) খ. হজরত ঈসা (আ.)

গ. হজরত দাউদ (আ.) ঘ. হজরত ইব্রাহিম (আ.)

২২. কারা সালাত সম্পর্কে উদাসীন?

ক. কাফিররা খ. মুশরিকরা

গ. মুনাফিকরা ঘ. ফাসিকরা

২৩. ইয়াতিমদের সঙ্গে কঠোর না হওয়ার ব্যাপারে কোন সুরায় উল্লেখ আছে?

ক. সুরা আত-ত্বিন খ. সুরা আল-ইনশিরাহ

গ. সুরা আদ-দুহা ঘ. সুরা আল-মাউন

২৪. হাদিসের মূল বক্তব্যকে কী বলা হয়?

ক. সনদ খ. মতন

গ. রাবি ঘ. সুন্নাহ

২৫. রাসুল (সা.) হাতে-কলমে যা শিক্ষা দিয়েছেন, তাকে কী বলে?

ক. আল কোরআন খ. সুন্নাহ

গ. ইজমা ঘ. কিয়াস

২৬. যে হাদিসের সনদ তাবিঈ পর্যন্ত পৌঁছেছে তাকে কী বলে?

ক. মারফু খ. মাওকুফ

গ. মাকতু ঘ. তাকরিরি

২৭. ‘আস সাদিকা’ কী?

ক. হাদিসের একটি সহিফা

খ. সত্যবাদী মুসলিম

গ. আল কোরআনের একটি সুরার নাম

ঘ. হজরত আবু বকর (রা.)-এর একটি উপাধি

২৮. প্রথম লিখিত হাদিসের বিশুদ্ধ গ্রন্থ কোনটি?

ক. বুখারি শরিফ খ. মুসলিম শরিফ

গ. নাসায়ি শরিফ ঘ. আল-মুয়াত্তা

২৯. সরকারিভাবে প্রথম হাদিস সংকলনের উদ্যোগ নেন কে?

ক. হজরত উমর ইবনে আব্দুল অাযিয (রহ.)

খ. হজরত উমর ইবন খাত্তাব (রা.)

গ. হজরত উসমান (রা.)

ঘ. ইমাম বুখারি (রহ.)

৩০. ইসলামের সর্বাধিক গুরুত্বপূর্ণ ভিত্তি কী?

ক. আকাইদ খ. ইমান

গ. সালাত ঘ. জাকাত

৩১. কোন ব্যক্তি দুনিয়া ও আখিরাতে ক্ষতিগ্রস্ত হয়?

ক. কৃপণ খ. ধনী

গ. গরিব ঘ. অভাবী

৩২. মহানবি (সা.) বৃক্ষরোপণকে উত্সাহিত করেছেন কেন?

ক. এতে বৃক্ষ বেশি হবে

খ. এটি অনেক নেকির কাজ

গ. গাছ মানুষের বিলাসিতার উপাদান

ঘ. গাছ মানুষের বন্ধু

৩৩. হাদিস অনুযায়ী নিচের কোনটি

নেকির কাজ?

ক. বৃক্ষরোপণ খ. ব্যবসা করা

গ. পশুপালন ঘ. মাছ চাষ

৩৪. আর্থসামাজিক উন্নয়ন ও পরিবেশ রক্ষার ক্ষেত্রে মহানবি (সা.) যে হাদিস উল্লেখ করেছেন, তা কোন হাদিস গ্রন্থে লিপিবদ্ধ আছে?

ক. বুখারি ও মুসলিম খ. তিরমিজি

গ. মুসলিম ঘ. নাসায়ি ও তিরমিজি

৩৫. শহিদের সমমর্যাদার লোক কারা?

ক. আল্লাহ তায়ালাকে ভয়কারী খ. সত্যবাদী দরিদ্র

গ. বিশ্বস্ত ও সত্যবাদী ব্যবসায়ী ঘ. রোজাদার ব্যক্তি

সঠিক উত্তর

অধ্যায় ২: ১.ক ২.খ ৩.ক ৪.গ ৫.খ ৬.ঘ ৭.ক ৮.খ ৯.খ ১০.খ ১১.ক ১২.ঘ ১৩.ঘ ১৪.খ ১৫.ক ১৬.ঘ ১৭.ঘ ১৮.খ ১৯.ক ২০.গ ২১.ক ২২.গ ২৩.গ ২৪.খ ২৫.খ ২৬.গ ২৭.ক ২৮.ঘ ২৯.ক ৩০.খ ৩১.ক ৩২.খ ৩৩.ক ৩৪.ক ৩৫.গ

অধ্যায় ৩

১. ইবাদত বলতে কী বোঝায়?

ক. সালাত আদায় করা

খ. ধ্যানমগ্ন থাকা

গ. আত্মসমর্পণ করা

ঘ. ইসলামের বিধান মেনে চলা

২. আল্লাহ তায়ালার আনুগত্য ও দাসত্ব প্রকাশের মাধ্যম কী?

ক. মারেফাত খ. তরিকত

গ. ইবাদত ঘ. হাকিকত

৩. আল্লাহ তায়ালা আমাদের অসংখ্য নিয়ামত দান করেছেন কেন?

ক. আনুগত্য করার জন্য

খ. সহজভাবে জীবনযাপনের জন্য

গ. আল্লাহ তায়ালার প্রতিশ্রুতি রক্ষার জন্য

ঘ. বান্দার হক আদায়ের জন্য

৪. হাক্কুল ইবাদ দ্বারা কী বোঝায়?

ক. ইবাদতের রূপ খ. ইবাদতের শর্ত

গ. বান্দার হক ঘ. আল্লাহ তায়ালার হক

৫. কোনটি বান্দার অধিকার?

ক. সালামের জবাব দেওয়া

খ. সালাত আদায় করা

গ. সাওম পালন করা

ঘ. শিরক না করা

৬. শিক্ষকের হক আদায় করা কী?

ক. হাক্কুল্লাহ

খ. হাক্কুল ইবাদ

গ. ইবাদতে ফারজিয়া

ঘ. ইবাদতে নাফলিয়া

৭. মানুষের প্রতি মানুষের অধিকারকে কয় ভাগে ভাগ করা হয়?

ক. ৫ ভাগে খ. ৬ ভাগে

গ. ৭ ভাগে ঘ. ৮ ভাগে

৮. সর্বোত্তম ইবাদত কোনটি?

ক. রোজা খ. নামাজ

গ. হজ ঘ. জাকাত

৯. কোন ইবাদত মুমিনকে অন্যায় ও অশ্লীল কাজ থেকে বিরত রাখে?

ক. হজ খ. সাওম

গ. জাকাত ঘ. সালাত

১০. ইমান ও কুফরের মধ্যে পার্থক্যকারী কোনটি?

ক. হজ খ. সাওম

গ. সালাত ঘ. জাকাত

১১. সাওম বা রোজা শব্দের অর্থ কী?

ক. সংকল্প করা খ. বিরত থাকা

গ. প্রার্থনা করা ঘ. উপবাস থাকা

১২. রোজা বাধ্যতামূলক করা হয়েছে কেন?

ক. আল্লাহ তায়ালার ভালোবাসা পেতে

খ. ক্ষুধার যন্ত্রণা উপলব্ধির জন্য

গ. তাকওয়া অর্জন করার জন্য

ঘ. মহৎ গুণ অর্জনের জন্য

১৩. ‘সাওম ঢালস্বরূপ’— উক্তিটি কোন গ্রন্থে আছে?

ক. তিরমিজি খ. আবু দাউদ

গ. ইবনে মাজাহ ঘ. বুখারি ও মুসলিম

১৪. ‘সাওম আমার জন্য আর আমি নিজেই এর প্রতিদান দেব’—এটি কার কথা?

ক. মহান আল্লাহ তায়ালার

খ. রাসুল (সা.)-এর

গ. হজরত ইব্রাহিম (আ.)-এর

ঘ. হজরত ঈসা (আ.)-এর

১৫. আল্লাহ তায়ালা রোজাদারের কোন গুনাহ ক্ষমা করেন?

ক. শিরকের গুনাহ

খ. কুফরের গুনাহ

গ. কবিরা গুনাহ

ঘ. পূর্বের সকল গুনাহ

১৬. জাকাত শব্দের আভিধানিক অর্থ কী?

ক. বিরত থাকা

খ. বিনয় প্রকাশ করা

গ. বৃদ্ধি পাওয়া

ঘ. উপলব্ধি করা

১৭. জাকাত আদায় মুসলমানদের কেমন দায়িত্ব?

ক. সামাজিক খ. নৈতিক

গ. ইমানি ঘ. ইসলামি

১৮. ইসলামের কোন মৌলিক স্তম্ভটি দারিদ্র্যমুক্ত সমাজ গঠনের সহায়ক?

ক. সালাত খ. জাকাত

গ. সাওম ঘ. হজ

১৯. ইসলামের কোন খলিফা জাকাত অস্বীকারকারীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন?

ক. হজরত উসমান (রা.)

খ. হজরত আবু বকর (রা.)

গ. হজরত উমর (রা.)

ঘ. হজরত আলী (রা.)

২০. জাকাত প্রদানের ফলে কী হবে?

ক. দাতার অর্থ উপার্জন হবে

খ. ধনী আরও ধনী হবে

গ. অর্থনৈতিক ভিত মজবুত হবে

ঘ. কর্মসংস্থান কমে যাবে

২১. ইসলামি অর্থব্যবস্থার উৎসগুলোর মধ্যে কোনটি অন্যতম?

ক. জাকাত খ. খনিজ সম্পদ

গ. গনিমত ঘ. ভূমি কর

২২. কাদের সম্পদে আল্লাহ তায়ালা গরিবের অংশ নির্ধারণ করে দিয়েছেন?

ক. সালাত আদায়কারীদের

খ. মুসলমানদের

গ. ধনীদের

ঘ. ক্ষমতাসীনদের

২৩. ইসলামের কোন মৌলিক স্তম্ভটি দারিদ্র্যমুক্ত সমাজ গঠনে সহায়ক?

ক. সালাত খ. জাকাত

গ. সাওম ঘ. হজ

২৪. হজ শব্দের আভিধানিক অর্থ কী?

ক. জিয়ারত করা খ. প্রার্থনা করা

গ. একত্রিত হওয়া ঘ. ইচ্ছা করা

২৫. সামর্থ্যবানদের ওপর হজ জীবনে কতবার ফরজ?

ক. ১ বার খ. ২ বার

গ. ৩ বার ঘ. যতবার সম্ভব

২৬. হজের ফরজ কয়টি?

ক. ৩টি খ. ৪টি

গ. ৫টি ঘ. ৬টি

২৭. হজের সময় কত তারিখ শয়তানের উদ্দেশ্যে পাথর নিক্ষেপ করা হয়?

ক. ৮, ৯ ও ১০ জিলহজ

খ. ৯, ১০ ও ১১ জিলহজ

গ. ১০, ১১ ও ১২ জিলহজ

ঘ. ১১, ১২ ও ১৩ জিলহজ

২৮. হজের মাধ্যমে কী সৃষ্টি হবে?

ক. বিশ্বভ্রাতৃত্ববোধ সৃষ্টি হবে

খ. সর্বজনীন ভ্রাতৃত্ববোধ

গ. সাম্য

ঘ. বিশ্বাস

২৯. হজে শয়তানের উদ্দেশ্যে কী ছুড়ে মারতে হয়?

ক. পানি খ. বালি

গ. পাথর ঘ. কাদা

৩০. কবুল হজের পুরস্কার কী?

ক. ডান হাতে আমল খ. জান্নাত

গ. শাফাআত ঘ. আল্লাহ তায়ালার দিদার

৩১. মানুষের মৌলিক অধিকার কয়টি?

ক. ২টি খ. ৩টি

গ. ৪টি ঘ. ৫টি

৩২. পারিশ্রমিকের বিনিময়ে অন্যের কাজ করে শ্রমের মূল্য গ্রহণ করা কী?

ক. অভদ্রতা খ. ঘৃণার

গ. সঠিক ঘ. লজ্জার

৩৩. শ্রমিক যাতে তার শ্রমের সঠিক মূল্য পায়, সে জন্য কী করা উচিত?

ক. শ্রম আইন

খ. মজুরি নির্ধারণ

গ. কারখানার নিরাপত্তা

ঘ. মালিকের ওপর চাপ প্রয়োগ

৩৪. মহানবি (সা.) একজন অধীন কর্মচারীকে কতবার ক্ষমা করার কথা বলেছেন?

ক. ৫ বার খ. ২৭ বার

গ. ৭০ বার ঘ. ৮০ বার

৩৫. ‘শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক দিয়ে দাও।’—কথাটি কোন হাদিস গ্রন্থ থেকে সংকলিত?

ক. বুখারি খ. মুসলিম

গ. তিরমিজি ঘ. ইবনে মাজাহ

৩৬. মনিব কোনো কাজে নিয়োগের আগে শ্রমিকের কোন বিষয়টি খেয়াল করবেন?

ক. সামাজিক মর্যাদা

খ. শক্তি ও সামর্থ্য

গ. বংশপরিচয়

ঘ. শিক্ষাগত যোগ্যতা

৩৭. কোনো বস্তুর প্রকৃত অবস্থা জানা বা বোঝাকে কী বলে?

ক. ইলম খ. সিলম

গ. তাজকিয়া ঘ. হিকমাহ

৩৮. শিক্ষার সঙ্গে অপরিহার্য বিষয় কোনটি?

ক. নৈতিকতা খ. একাগ্রতা

গ. আন্তরিকতা ঘ. অধ্যবসায়

৩৯. ইসলাম শিক্ষার সঙ্গে কোনটির সমন্বয় থাকতে হবে?

ক. বিশ্বাসের খ. সংযমের

গ. নৈতিকতার ঘ. জাকাতের

৪০. আল্লাহ তায়ালা জিহাদের নির্দেশ দিয়েছেন কেন?

ক. শান্তির জন্য

খ. সমৃদ্ধির জন্য

গ. দেশ জয়ের জন্য

ঘ. অধিকার লাভের জন্য

সঠিক উত্তর

অধ্যায় ৩: ১.ঘ ২.গ ৩.খ ৪.গ ৫.ক ৬.খ ৭.ঘ ৮.খ ৯.ঘ ১০.গ ১১.খ ১২.গ ১৩.ঘ ১৪.ক ১৫.ঘ ১৬.গ ১৭.গ ১৮.খ ১৯.খ ২০.গ ২১.ক ২২.গ ২৩.খ ২৪.ঘ ২৫.ক ২৬.ক ২৭.গ ২৮.ক ২৯.গ ৩০.খ ৩১.ঘ ৩২.গ ৩৩.খ ৩৪.গ ৩৫.ঘ ৩৬.খ ৩৭.ক ৩৮.ক ৩৯.গ ৪০.ক

নূরে আলম ফেরদৌস, উপাধ্যক্ষ, বিএএফ শাহীন কলেজ, ঢাকা