এইচএসসি ২০২৩ - পদার্থবিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন (৫১-৬০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ১

৫১. একটি কার্নো ইঞ্জিনের তাপ উৎসের ও তাপগ্রাহকের তাপমাত্রা যথাক্রমে 32°C ও 127° হলে, দক্ষতা কত?

ক. 25.4% খ. 33.3%

গ. 61.2% ঘ. 66.6%

৫২. কোনো কার্নো ইঞ্জিনের দক্ষতা 75% এবং তাপগ্রাহকের তাপমাত্রা 67°C । তাপ উৎসের তাপমাত্রা কত হবে?

ক. 85°C খ. 840°C

গ. 1087°C ঘ. 1360°C

৫৩. যদি কোনো তাপ ইঞ্জিন থেকে তাপ বর্জিত না হয়, তাহলে ইঞ্জিনের দক্ষতা কত হবে?

ক. 0% খ. 1%

গ. 50% ঘ. 100%

৫৪. একটি আদর্শ ইঞ্জিনের কার্যকর বস্তু যত জুল তাপ উৎস থেকে গ্রহণ করে, কাজ সম্পন্ন হওয়া পর তার 40% তাপ বর্জন করে। ইঞ্জিনটির কর্মদক্ষতা নির্ণয় করো।

ক. 40% খ. 50%

গ. 60% ঘ. 70%

৫৫. একটি ইঞ্জিনের কর্মদক্ষতা 40%। এর নিম্ন তাপাধারের তাপমাত্রা 70° C হলে—

i. উচ্চ তাপধারণের তাপমাত্রা 571.67K

ii. এটি গৃহীত তাপের 30% কাজে রূপান্তর করে

iii. শক্তির সংরক্ষণশীলতা নীতি সংরক্ষিত হয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৫৬. কোন ভৌত প্রক্রিয়ায় এনট্রপি স্থির থাকে?

ক. রুদ্ধতাপীয় প্রক্রিয়া

খ. সমোষ্ণ প্রক্রিয়া

গ. সমচাপ প্রক্রিয়া

ঘ. সম–আয়তন প্রক্রিয়া

৫৭. রুদ্ধতাপীয় পরিবর্তনে কোন ভৌত রাশির পরিবর্তন হয় না?

ক. চাপ খ. আয়তন

গ. তাপমাত্রা ঘ. এনট্রপি

৫৮. স্বতঃস্ফূর্ত পরিবর্তনে কী ঘটে?

ক. এনট্রপি ও বিশৃঙ্খলা হ্রাস পায়

খ. এনট্রপি ও শৃঙ্খলা বৃদ্ধি পায়

গ. এনট্রপি ও শৃঙ্খলা হ্রাস পায়

ঘ. এনট্রপি ও বিশৃঙ্খলা বৃদ্ধি পায়

৫৯. এনট্রপি সিস্টেমে কোনটির পরিমাণ করে?

ক. তাপমাত্রা খ. অন্তঃস্থ শক্তি

গ. শৃঙ্খলা ঘ. বিশৃঙ্খলা

৬০. এনট্রপির ভৌত তাৎপর্য হলো—

i. ইহা তাপ সঞ্চালনের দিক নির্দেশ করে

ii. ইহার পরিবর্তন পথের ওপর নির্ভর করে না

iii. ইহার মান বৃদ্ধি পেলে বস্তু বিশৃঙ্খল অবস্থা থেকে শৃঙ্খলিত অবস্থায় যায়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ১: ৫১.গ ৫২.গ ৫৩.ঘ ৫৪.গ ৫৫.খ ৫৬.ক ৫৭.ঘ ৫৮.ঘ ৫৯.ঘ ৬০.ক

মোহম্মদ আসফ, প্রভাষক, মোহাম্মদপুর মডেল কলেজ, ঢাকা