বহুনির্বাচনি প্রশ্ন (৬১-৭০) : অধ্যায় ৩ | অর্থনীতি ২য় পত্র - এইচএসসি ২০২৪

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ৩

৬১. কোনটি বাংলাদেশের দ্বিতীয় প্রধান শিল্প?

ক. কৃষি খ. পাট

গ. চামড়া ঘ. বস্ত্র

৬২. কৃষিভিত্তিক কুটিরশিল্প কোনটি?

ক. গম খ. পাট

গ. রেশম ঘ. তুলা

৬৩. চা উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?

ক. চীন খ. ভারত

গ. বাংলাদেশ ঘ. রাশিয়া

৬৪. চা গাছ মারা যায় কখন?

ক. খরা হলে

খ. বৃষ্টি হলে

গ. গোড়ায় পানি জমলে

ঘ. রোদ বেশি হলে

৬৫. চা ভালো জন্মায় কোন মাটিতে?

ক. উর্বর দো-আঁশ মাটি

খ. বেলে দো-আঁশ মাটি

গ. দো-আঁশ মাটি

ঘ. এঁটেল মাটি

আরও পড়ুন

৬৬. যন্ত্রপাতি তৈরির কারখানা কোন শিল্পের অন্তর্ভুক্ত?

ক. ভারী শিল্প খ. বৃহৎ শিল্প

গ. মাঝারি শিল্প গ. ক্ষুদ্র শিল্প

৬৭. বহির্বিশ্বের সঙ্গে সুসম্পর্ক স্থাপনকারী শিল্পকে কী বলে?

ক. আমদানিকারক শিল্প

খ. রপ্তানিমুখী শিল্প

গ. আন্তর্জাতিক শিল্প

ঘ. বৈদেশিক শিল্প

৬৮. সম্প্রতি কোন জায়গায় চা চাষ শুরু হয়েছে?

ক. সিলেট খ. লালমাই

গ. বান্দরবান ঘ. পঞ্চগড়

৬৯. হোসিয়ারি শিল্প কী?

ক. ক্ষুদ্রশিল্প খ. কুটিরশিল্প

গ. মৃৎশিল্প ঘ. মাঝারি শিল্প

৭০. BJMC–এর পূর্ণরূপ কী?

ক. Bangladesh Jute Mills Corporation.

খ. Bangladesh Jute Mills Center.

গ. Bangladesh Jute Manufacture Corporation.

ঘ. Bangladesh Jute Manufacture Center.

সঠিক উত্তর

অধ্যায় ৩: ৬১.ঘ ৬২.গ ৬৩.ক ৬৪.গ ৬৫.ক ৬৬.ক ৬৭.খ ৬৮.ঘ ৬৯.ক ৭০.ক

শেখ আবু সাঈদ আবদুল্লাহ্​, প্রভাষক, ভাষাসৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়, কুমিল্লা

আরও পড়ুন