এসএসসি ২০২২ - হিসাববিজ্ঞান | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)
পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
অধ্যায় ১
২১. হিসাববিজ্ঞানের আধুনিক সমীকরণ কোনটি?
ক. A=(C+L+I-E)
খ. A=L+(C+R-E-D)
গ. A= L+(C+I-E)
ঘ. A=L+(E+I-D-R)
২২. ক্যাশমেমো কয় সেট তৈরি করা হয়?
ক. দুই সেট খ. তিন সেট
গ. চার সেট ঘ. পাঁচ সেট
২৩. ক্রেডিট নোট কে তৈরি করেন?
ক. ক্রেতা খ. বিক্রেতা
গ. রপ্তানিকারক ঘ. ব্যবস্থাপক
২৪. মাল ক্রয়–বিক্রয়ের প্রামাণ্য দলিল কোনটি?
ক. ভাউচার খ. চালান
গ. ক্যাশমেমো ঘ. ডেবিট নোট
২৫. ‘দুতরফা দাখিলা পদ্ধতিতে মোট ডেবিট ও মোট ক্রেডিটের টাকার অঙ্ক সমান।’ এই ধারণাই—
ক. হিসাববিজ্ঞানের ভিত্তি
খ. হিসাবরক্ষণের ভিত্তি
গ. হিসাব সমীকরণের ভিত্তি
ঘ. উৎপাদন ব্যয়ের ভিত্তি
২৬. দুতরফা দাখিলা পদ্ধতি একটি—
ক. রিপোর্টিং পদ্ধতি
খ. আর্থিক বিবরণী প্রস্তুতকরণ পদ্ধতি
গ. লিপিবদ্ধকরণ পদ্ধতি
ঘ. ডেবিট ও ক্রেডিট নির্ধারণ পদ্ধতি
২৭. দুতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব সংরক্ষিত হয় কীভাবে?
ক. আংশিকভাবে খ. পরিপূর্ণরূপে
গ. মিশ্ররূপে ঘ. জটিলরূপে
২৮. নিচের কোনটি দুতরফা দাখিলা পদ্ধতির মূলনীতি?
ক. ব্যয় নিয়ন্ত্রণ খ. বিজ্ঞানসম্মত প্রয়োগ
গ. দ্বৈতসত্তা ঘ. পরিপূর্ণ হিসাব সংরক্ষণ
২৯. দুতরফা দাখিলা পদ্ধতির বৈশিষ্ট্য কোনটি?
ক. সামগ্রিক ফলাফল নির্ণয়
খ. আর্থিক অবস্থা নিরূপণ
গ. সঠিক কর নির্ধারণ
ঘ. মোট পাওনা নির্ণয়
৩০. সুবিধা গ্রহণকারী পক্ষ ডেবিট ও সুবিধা প্রদানকারী পক্ষ ক্রেডিট হয়। এটি দুতরফা দাখিলা পদ্ধতির—
i. মূল বৈশিষ্ট্য
ii. মূলনীতি
iii. মূল উদ্দেশ্য
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর: ২১.খ ২২.খ ২৩.খ ২৪.গ ২৫.গ ২৬.ঘ ২৭.খ ২৮.গ ২৯.ক ৩০.ক
মুহাম্মদ আলী, সিনিয়র শিক্ষক, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা