এসএসসি ২০২২ - হিসাববিজ্ঞান | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ১

১১. ‘স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র’ কোনটির বৈশিষ্ট্য?

ক. দুতরফা দাখিলার খ. লেনদেনের

গ. হিসাববিজ্ঞানের ঘ. জাবেদার

১২. সব ধরনের ঘটনা লেনদেন নয়। কারণ—

ক. সব ধরনের ঘটনার ফলে ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন হয় না

খ. সব ঘটনা আর্থিক মূল্যে নিরূপণ করা যায়

গ. ঘটনার ফলে কোনো সম্পত্তির হস্তান্তর হতে পারে

ঘ. ঘটনায় কোনো দায়ের হস্তান্তর হতে পারে

১৩. নিচের কোনটি লেনদেন নয়?

ক. ধারে পণ্য ক্রয় ১০ হাজার টাকা

খ. ধারে পণ্য বিক্রয় ৫ হাজার টাকা

গ. পাওনাদারকে পরিশোধ ১০ হাজার টাকা

ঘ. ২০ হাজার টাকা বেতনে কর্মচারী নিয়োগ

নিচের উদ্দীপকটি পড়ে ১৪ ও ১৫ নম্বর উত্তর দাও

অভিষেক একজন সফল ব্যবসায়ী। তিনি ২ লাখ টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। পরবর্তী সময় নগদ ১০ হাজার টাকার পণ্য ক্রয়, পণ্য বিক্রয় ২০ হাজার টাকা এবং ৫ হাজার টাকা কর্মচারীদের বেতন এবং ৭ হাজার টাকার পণ্য ক্রয়ের ফরমাশ পাঠালেন।

১৪. কোনটি লেনদেন নয়?

ক. নগদ ক্রয় ১০ হাজার টাকা

খ. বিক্রয় ২০ হাজার টাকা

গ. বেতন প্রদান ৫ হাজার টাকা

ঘ. ক্রয়ের ফরমাশ ৭ হাজার টাকা

১৫. অভিষেকের মোট খরচের পরিমাণ কত?

ক. ৫ হাজার টাকা খ. ১০ হাজার টাকা

গ. ১৫ হাজার টাকা ঘ. ২০ হাজার টাকা

১৬. ব্যবসায়ে ব্যয় বৃদ্ধি পেলে নিচের কোনটি ঘটে?

ক. দায় হ্রাস পায়

খ. মালিকানাস্বত্ব বৃদ্ধি পায়

গ. মালিকানাস্বত্ব হ্রাস পায়

ঘ. দায় বৃদ্ধি পায়

১৭. মালিকানাস্বত্ব বাড়লে—

i. দায় কমবে

ii. সম্পদ বাড়বে

iii. আয় কমবে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৮. মালিকানাস্বত্বকে প্রভাবিত করার উপাদান নিচের কোনটি?

ক. নগদান হিসাব খ. উত্তোলন হিসাব

গ. ব্যাংক হিসাব ঘ. পাওনাদার হিসাব

উদ্দীপকটি পড়ে ১৯ ও ২০ নম্বর প্রশ্নের উত্তর দাও।

জনাব আয়ান ২০২০ সালের ১ জানুয়ারি নগদ ৪০ হাজার টাকা, ব্যাংকঋণ ৫০ হাজার ও পণ্যদ্রব্য ১৫ হাজার টাকা নিয়ে ব্যবসায় শুরু করলেন।

১৯. জনাব আয়ানের প্রারম্ভিক মূলধনের পরিমাণ কত?

ক. ৩৫ হাজার টাকা খ. ৪০ হাজার টাকা

গ. ৫৫ হাজার টাকা ঘ. ১ লাখ ৫০০ টাকা

২০. উপর্যুক্ত ৫০ হাজার টাকার লেনদেনের ফলে কোনটি বৃদ্ধি পাবে?

ক. দীর্ঘমেয়াদি দায় খ. মালিকানাস্বত্ব

গ. স্থায়ী সম্পদ ঘ. চলতি দায়

সঠিক উত্তর: ১১.খ ১২.ক ১৩.ঘ ১৪.ঘ ১৫.গ ১৬.গ ১৭.ক ১৮.খ ১৯.গ ২০.ক

মুহাম্মদ আলী, সিনিয়র শিক্ষক, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)