ইঞ্জিনিয়ারিং ও কৃষি কলেজে প্রথম বর্ষ স্নাতকে ১৪০০ আসনে ভর্তির আবেদন শুরু

রাজশাহী বিশ্ববিদ্যালয়ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজ/ইনস্টিটিউটগুলোয় প্রথম বর্ষ স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। 

ভর্তি আবেদনের যোগ্যতা

  • ২০২১ ও তৎপরবর্তী বছরের এইচএসসি বা সমমানের পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারবেন।

  • ২০১৭ ও তৎপরবর্তী বছরের এসএসসি বা সমমানের পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারবেন।

  • পরীক্ষার্থীকে পদার্থ, রসায়ন, গণিত বা জীববিদ্যা বিষয়সহ বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় কৃতকার্য হতে হবে। 

  • এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ কমপক্ষে জিপিএ–৩.০০ সহ সর্বমোট জিপিএ ৭ থাকতে হবে।

  • ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং/কৃষি/ফিশারিজ/ফুড অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স/হেলথ/নার্সিং থেকে পাসকৃত শিক্ষার্থীদের জন্য প্রাপ্ত জিপিএ ৪.০০ স্কেলকে এক স্কেলে রূপান্তর করে যোগ্যতা নির্ধারণ করতে হবে। 

  • ডিপ্লোমা পরীক্ষায় জিপিএ ৪.০০ স্কেলে ২.৬–এর কম হলে আবেদন করতে পারবেন না।

  • ২০২১, ২০২২ ও ২০২৩ সালের এইচএসসি বা সমমান ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (ভোকেশনাল) উত্তীর্ণ শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।

আরও পড়ুন

জেনে রাখুন

  • ভর্তির আবেদনের শেষ সময় ২০ মে ২০২৪, রাত ১২টা পর্যন্ত।

  • ভর্তি পরীক্ষার তারিখ: ৮ জুন ২০২৪, দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত।

  • ওয়েবসাইট: aca.ru.ac.bd

ইঞ্জিনিয়ারিং কলেজ: মোট আসনসংখ্যা ৫৬০

  • রংপুর ইঞ্জিনিয়ারিং কলেজ, রংপুর;

  • টিএমএসএস ইঞ্জিনিয়ারিং কলেজ, বগুড়া;

  • পাবনা ইঞ্জিনিয়ারিং কলেজ, পাবনা;

  • ইমপেরিয়াল কলেজ অব ইঞ্জিনিয়ারিং, খুলনা;

  • আশ্রয় ইঞ্জিনিয়ারিং কলেজ, রাজশাহী;

  • কেএসএফএল ইঞ্জিনিয়ারিং কলেজ, দিনাজপুর।

আরও পড়ুন

কৃষি কলেজ বা ইনস্টিটিউট: মোট আসনসংখ্যা ৮৪০

  • ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যাপ্লায়েড সায়েন্স অ্যান্ড টেকনোলজি, রংপুর;

  • হেনরী ইনস্টিটিউট অব বায়োসায়েন্স অ্যান্ড টেকনোলজি, সিরাজগঞ্জ;

  • বরেন্দ্র ইনস্টিটিউট অব বায়োসায়েন্সেস, নাটোর;

  • উদয়ন কলেজ অব বায়োসায়েন্স অ্যান্ড টেকনোলজি, রাজশাহী;

  • গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অব অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি, কুষ্টিয়া;

  • শহিদ শামসুজ্জোহা ইনস্টিটিউট অব বায়োসায়েন্সেস, কাটাখালী, রাজশাহী

  • শহিদ শামসুজ্জোহা ইনস্টিটিউট অব বায়োসায়েন্সেস, কাটাখালী, রাজশাহী

আরও পড়ুন