এসএসসি ২০২২ - বাংলা ১ম পত্র | রানার : বহুনির্বাচনি প্রশ্ন (৪১-৫০)
পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
রানার
৪১. রানার কবিতা থেকে আমরা পেতে কী পারি?
ক. দায়িত্বশীল হওয়ার অনুপ্রেরণা
খ. কাজের প্রতি আন্তরিকতা
গ. শ্রমজীবীদের প্রতি আন্তরিকতা
ঘ. সময়ানুবর্তিতার শিক্ষা
৪২. ‘রানার’ কবিতায় কবিচেতনার কোন পরিচয় বিধৃত হয়েছে?
ক. বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ
খ. শ্রমজীবী মানুষের প্রতি দরদ
গ. গণমানুষের প্রতি মমত্ব
ঘ. ধনিক শ্রেণির প্রতি ঘৃণা
৪৩. সুকান্ত ভট্টাচার্য তাঁর কবিতায় কাদের প্রতি গভীর মমতা প্রকাশ করেছেন?
ক. নিপীড়িত গণমানুষের
খ. খিদেয় ক্লান্তদের
গ. ডাক হরকরাদের
ঘ. শ্রমজীবী মানুষের
৪৪. রানার কিসের মতো ছোটেন?
ক. স্টিমারের মতো খ. ট্রেনের মতো
গ. ঘোড়ার মতো ঘ. হরিণের মতো
৪৫. রানারের ক্লান্তশ্বাস কী ছুঁয়েছে?
ক. আকাশ খ. বাতাস
গ. পৃথিবী ঘ. প্রকৃতি
৪৬. ‘রানার’ কবিতায় মিটি মিটি করে চায় কে?
ক. প্রকৃতি খ. জোনাকিরা
গ. তারারা ঘ. হরিণরা
৪৭. জীবনের সব রাত্রিকে বিত্তশালীরা কেমন দামে কিনেছেন?
ক. সস্তা খ. অল্প
গ. চড়া ঘ. বিনা
৪৮. একজন ছাত্রের জন্য রানারের জীবন থেকে শিক্ষণীয় বিষয় হলো—
i. কাজের প্রতি নিষ্ঠাবান হওয়া
ii. দায়িত্বশীল হওয়া
iii. ঝুঁকিপূর্ণ কাজে অংশ নেওয়া
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৯. ‘রাত শেষ হয়ে সূর্য উঠবে কবে’—এখানে ‘রাত’ শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. দুঃখের প্রহর খ. আঁধার
গ. রাত্রি ঘ. অস্পষ্টতা
৫০. ‘রাত শেষ হয়ে সূর্য উঠবে কবে’—বাক্যে ‘রানার’ কবিতায় কিসের প্রত্যাশা করা হয়েছে?
ক. শোষণ–বঞ্চনার অবসান
খ. গন্তব্যে পৌঁছার প্রত্যাশা
গ. ঝুঁকিপূর্ণ কর্মের অবসান
ঘ. শঙ্কা হতে মুক্তি
সঠিক উত্তর
রানার: ৪১.ক ৪২.খ ৪৩.ক ৪৪.ঘ ৪৫.ক ৪৬.গ ৪৭.খ ৪৮.ক ৪৯.ক ৫০.ক
মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা